



Haojue TZ
ইঞ্জিনের ক্ষমতা
পাওয়ার
টর্ক
ট্রান্সমিশন
মাইলেজ
প্রাইস রেঞ্জ
ওভারভিউ
টপ ফিচারস
সুবিধা
অসুবিধা
এক্সপার্ট মতামত
হাউজুয়ে চীন দেশীয় মোটরসাইকেল প্রস্তুতকারক একটি কোম্পানি। এটি বেশ পুরাতন এবং বাইক প্রেমিদের কাছে বেশ নির্ভরযোগ্য একটি ব্র্যান্ড। ১৩৫সিসি সেগমেন্টে হাউজুয়ে টিজেড এই ক্রুজার বাইকটি তাদের প্রস্তুতকৃত একটি অসাধারণ বাইক। হাউজুয়ে টিজেড বাইকটির কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এর আউটলুক সম্পর্কে। বাইকটি অসাধারণ স্ট্যান্ডার্ড লুকিং ক্লাসিক বাইক। বাইকটির ইঞ্জিন বেশ শক্তিশালী এবং স্মুথ। এর পাশাপাশি বাইকটির ফুয়েল এফিশিয়েন্সি বেশ ভালো। ক্রুজার বাইক হিসেবে বাইকটির টপ স্পিড বেশ ভাল। তবে মাইলেজ তেমন সন্তোষজনক নয়। বাইকটির কনট্রোলিং এবং ব্রেকিং সিস্টেম অসাধারণ। সবচেয়ে ভালো দিক হল, বাইকটির মেইনটেইনেন্স খরচ খুবই কম।
তবে বাইকটির পিছনের সাসপেনশন আরেকটু ভালো হলে উঁচু-নিচু রাস্তায় বাইকটি ভালো ব্যাক আপ দিতে পারতো। আবার বাইকটির পিছনে যদি ডিস্ক ব্রেক সংযোজন করা হতো তাহলে বাইকটির পারফরম্যান্স আরও ভালো হতো। তবে বাইকটির টুকটাক ত্রুটির কথা বাদ দিয়ে বাইকটির ওভারঅল পারফরম্যান্স এবং কমফোর্টের কথা ভাবলে এই বাইকটি নির্দ্বিধায় একটি চমৎকার ক্রুজার বাইক।