



Singer SM 100‑3
ইঞ্জিনের ক্ষমতা
পাওয়ার
টর্ক
ট্রান্সমিশন
মাইলেজ
প্রাইস রেঞ্জ
ওভারভিউ
Singer SM 100‑3 এমন একটি কমিউটার বাইক যা সাধারণ শহুরে রাইড এবং দৈনন্দিন চলাফেরার জন্য একদম পারফেক্ট। সহজ ডিজাইন, ব্যাসিক ফিচার এবং ভালো মাইলেজ; সব মিলিয়ে এটি একটি সাশ্রয়ী মূল্যের কার্যকর বাইক। বাইকটির ডিজাইন খুব বেশি আক্রমণাত্মক না হলেও সিম্পল ও ক্লিন লুক অনেকের কাছেই গ্রহণযোগ্য। Singer SM 100‑3 বাইকের বাইকের রিভিউ অনুযায়ী, ১০০ সিসির এই বাইকটির ইঞ্জিন পারফরম্যান্স সাধারণ, তবে শহরের রাস্তায় রেগুলার ইউজের জন্য যথেষ্ট। এতে রয়েছে কার্বুরেটর ফুয়েল সাপ্লাই, ম্যানুয়াল ৪-গিয়ার ট্রান্সমিশন এবং কিক ও ইলেকট্রিক দুই স্টার্ট অপশন। আর ওজন মাত্র ৯৩ কেজি হওয়ায় নতুন রাইডারদের জন্য এটি চালানো অনেক সহজ। Singer SM 100‑3 বাইকটি সেই সব রাইডারদের জন্য আদর্শ, যারা একটা কম খরচে ভালো মাইলেজ ও টিকসই বাইক খুঁজছেন।
টপ ফিচারস
সুবিধা
অসুবিধা
এক্সপার্ট মতামত
Singer SM 100‑3 মূলত কম বাজেট ও সহজ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি। যারা প্রতিদিনের কাজে অফিস, স্কুল বা বাজারে যাতায়াতের জন্য একটি সাধারণ, নির্ভরযোগ্য ও জ্বালানি-সাশ্রয়ী বাইক খুঁজছেন; তাদের জন্য এই বাইকটি উপযোগী। তবে Singer SM 100‑3 বাইকের ফিচারস অনুযায়ী ডিজাইন এবং ব্রেকিং সিস্টেমে আধুনিকতার কিছুটা ঘাটতি থাকায় হাইওয়ে পারফরম্যান্স বা স্টাইল-সচেতনদের জন্য এটি কম পছন্দের হতে পারে। বর্তমানে বাইকটি বাংলাদেশে অফিশিয়ালি ডিসকন্টিনিউড হলেও, সেকেন্ড হ্যান্ড মার্কেট বা রুরাল এরিয়ায় এখনও এটি দেখা যায়। সিঙ্গার এর এই মডেল ছাড়া অন্যান্য বাইকের দাম জানতে হলে চোখ রাখতে হবে দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ। এছাড়াও বিভিন্ন বাইকের রিভিউ জানতে ভিজিট করুন MotorGuide-এ।