



Walton Fusion 110 EX
ইঞ্জিনের ক্ষমতা
পাওয়ার
টর্ক
ট্রান্সমিশন
মাইলেজ
প্রাইস রেঞ্জ
ওভারভিউ
টপ ফিচারস
সুবিধা
অসুবিধা
এক্সপার্ট মতামত
বাইকটি কমিউটার ক্যাটাগরির হওয়ায় এটি ঘন ট্রাফিকের মাঝে দিবে নির্ভরযোগ্য সাপোর্ট। বাইকটিতে ১১০ সিসি ইঞ্জিনের পাশাপাশি দূর্দান্ত মাইলেজ থাকায় এর পারফরম্যান্স নিয়ে কোন সমস্যার মাঝে পরতে হয়নি। তবে এর টায়ার কিছুটা চিকন হওয়ায় ফাস্ট রাইডিং এর বেলায় কন্ট্রোল বেশ শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হয়। বাইকটির ডিজিটাল কনসোল প্যানেল বাইকটিকে বেশ স্মার্ট একটি লুক দিয়েছে। তবে এর বডি ডিজাইন প্রচলিত সকল টিবিএস বাইকের মতো হওয়ায় কিছুটা ম্লান লাগতে পারে। এর সিঙ্গেল সিটিং সিস্টেম বাইকটির রাইডার এবং পিলিওন উভয়ের জন্যই বেশ আরামদায়ক। আর পিছনের হ্যান্ডেল বার তো আছেই।
Walton Fusion 110 EX এবং অন্যান্য ওয়ালটন বাইকসহ যেকোনো বাইক বা স্কুটার সম্পর্কিত তথ্যের জন্য ভিজিট করুন MotorGuide। এখানে আপনি নানান বাইকের রিভিউ, স্পেসিফিকেশন, ফিচারস এবং আরো বিভিন্ন তথ্য পাবেন। বাংলাদেশে ওয়ালটন ফিউশন ১১০ এক্স বাইকের দাম সহ অন্যান্য বাইক বা স্কুটার এবং নতুন বা পুরোনো যেকোনো মোটরসাইকেলের দাম জানতে হলে চোখ রাখুন দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ।