



Yamaha FZ-X
ইঞ্জিনের ক্ষমতা
পাওয়ার
ট্রান্সমিশন
মাইলেজ
টর্ক
প্রাইস রেঞ্জ
ওভারভিউ
টপ ফিচারস
সুবিধা
অসুবিধা
এক্সপার্ট মতামত
ইয়ামাহা তাদের এই এফজেড-এক্স মূলত একটি ডাবল পার্পোজ বাইক হিসেবে বাজারে ইন্ট্রোডিউস করতে চেয়েছিলো এবং বলা যায় তারা এটি করতে পুরোপুরিভাবে সফল হয়েছে। ইয়ামাহা এফজেড-এক্স বাইকটি ক্যাফে রেসার এবং ক্রুজার বাইকের এক দুর্দান্ত কম্বিলেশন বলা যেতে পারে। এক নজরে শুরুতেই এটিকে ক্রুজার বাইক বলে মনে হতে পারে তবে এর ফুটপেগ দেখলে সেই ধারণার পরিবর্তন হবে। তবে লুক নিয়ে কনফিউশান থাকলেও এর রাইডিং কমফোর্টেবলিটি নিয়ে কোনো সন্দেহ নেই। রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্যই বাইকটি বেশ কমফোর্টেবল।
বাইকটির ইঞ্জিনটি এফজেড-এক্স ভি৩ থেকে নেওয়া হয়েছে যার পারফরম্যান্স সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। তবে ইঞ্জিন সেইম হলেও এর টপ স্পিড ভি৩ থেকে কিছুটা কম হতে পারে এর ডিজাইনের জন্য। তবে সেটি খুব একটা চিন্তার বিষয় নয়। এই বাইকের সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমের ফিডব্যাকও বেশ ভালো।
ইয়ামাহা এফজেড-এক্স রিভিউ শেষে বলা চলে, ইয়ামাহা এফজেড-এক্স একটি অসাধারণ বাইক, যার লুক এবং পারফরম্যান্স দুটোই যেকোনো রাইডারের মন জয় করতে সক্ষম।