



Kawasaki Ninja H2 Carbon
ইঞ্জিনের ক্ষমতা
পাওয়ার
টর্ক
ট্রান্সমিশন
মাইলেজ
প্রাইস রেঞ্জ
ওভারভিউ
টপ ফিচারস
সুবিধা
অসুবিধা
এক্সপার্ট মতামত
কাওয়াসাকি নিঞ্জা এইচ২ কার্বন বাইকে খুবই হাই-কোয়ালিটির পার্টস ব্যবহার করা হয়েছে, সাথে বাইকটির ডিজাইন ও ফিনিশিং নিয়ে কারও কোনো প্রশ্ন থাকার কথা না। তবে বাংলাদেশের পার্সপেকটিভ বিবেচনা করলে হয়তো এই বাইক তেমন একটা সুফল বয়ে আনবেনা। যেখানে অলি-গলিতে রাইডাররা রাইড করে অভ্যস্ত, সেখানে এই বাইকের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠবেই। এছাড়াও দাম খুবই বেশি, মেইনটেন্যান্স খরচও বেশি। সাধারণ মানুষের পক্ষে এই বাইক কেনার ও খরচ চালিয়ে নেওয়া এক্সট্রা চাপ মনে হবে। তবে যারা কেনার সামর্থ্য রাখেন এবং প্রায়ই বাইক দিয়ে দেশ বিদেশে ট্যুর দেন, তাদের বিষয় ভিন্ন। তাদের জন্য হয়তো এই বাইক একটা আশীর্বাদ মনে হবে।
কাওয়াসাকি ব্র্যান্ডের অন্যান্য বাইকের রিভিউ দেখতে ভিজিট করুন MotorGuide। এখানে আপনি বিভিন্ন বাইকের রিভিউ, স্পেসিফিকেশন, এবং আরো বিভিন্ন তথ্য পাবেন। দেশে নতুন বা ব্যবহৃত কাওয়াসাকি বাইকের বর্তমান বাজারদর জানতে হলে চোখ রাখুন দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ।