১ - ২ লক্ষ টাকায় ৫টি বাজাজ মোটরবাইক
বাজেটের ভেতর থেকে পারফেক্ট বাইক সিলেক্ট করা বেশ কঠিন। সৌভাগ্যবশত, আমাদের দেশে বাজাজ এমন বেশ কিছু বাইক অফার করছে যেগুলো ডেইলি কমিউটিং এর জন্য পারফেক্ট। একইসাথে এই বাইকগুলো অফার করে স্টাইল, পাওয়ার ও এফিশিয়েন্সি। তাই ১ - ২ লক্ষ টাকা বাজেট হলে অনেকেই বাজাজকে প্রিফার করে থাকেন। আপনার বাইক সিলেকশনকে আরো সহজ করতে তাই যেসব বাজাজ বাইকের দাম ১ - ২ লক্ষ টাকার ভেতর রয়েছে, সেগুলো আজ তুলে ধরবো।
১ - ২ লক্ষ টাকায় বাজাজ মোটরবাইক
১। Bajaj Pulsar 150
Bajaj Pulsar 150 বাইকের রয়েছে বেশ মাসকুলার ডিজাইন ও স্পোর্টি গ্রাফিক্স। বাইকটির ওজন ১৪৪ কেজি। বাইকে দেয়া হয়েছে ১৪৯.৫ সিসির ইঞ্জিন যা ১৩.৮ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক থেকে আপনি ৪৫+ কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকের টপ স্পিড ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকের সামনে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে থাকছে অ্যাডযাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার। সাথে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
২। Bajaj Platina 110 H Gear
মূলত রাইডারের আরামের কথা চিন্তা করে এই বাইকটি একটি সিম্পল লুক নিয়ে বাজারে এসেছে। বাইকটির ওজন মাত্র ১২২ কেজি। দেয়া হয়েছে ১১৫ সিসির ইঞ্জিন যা ৮.৬ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। তাই Bajaj Platina 110 বাইক থেকে আপনি বেশ সহজেই ৫০+ কিলোমিটারের মাইলেজ ও ৯০ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড পেয়ে যাবেন। বাইকের সামনে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে দেয়া হয়েছে স্প্রিং লোডেড শক অ্যাবজর্বার।
৩। Bajaj Discover 125
Bajaj Discover 125 বাইকের রয়েছে বেশ স্লিম ও স্টাইলিশ লুক। মাত্র ১২০ কেজি ওজনের এই বাইক খুব সহজেই ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ করা যায়। দেয়া হয়েছে ১২৪.৫ সিসির ইঞ্জিন যা ১১ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক থেকে আপনি ৪৫+ কিলোমিটারের মাইলেজ ও ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিডের বেশ সহজেই পেয়ে যাবেন। ব্রেকিং সেগমেন্টে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ। এছাড়া বাইকে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল।
৪। Bajaj CT 110X
Bajaj CT 110X এর বাইরের লুক বেশ শক্তপোক্ত। কিন্তু ১২৭ কেজি ওজনের এই বাইক বেশ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই বাইকে ব্যবহার করা হয়েছে ১১৫.৪৫ সিসির ইঞ্জিন যা ৮.৬ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। তাই এই বাইক থেকে আপনি বেশ সহজেই ৪৫+ কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকের টপ স্পিড ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকের সামনে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে দেয়া হয়েছে ডুয়াল স্প্রিং শক অ্যাবজর্বার।
৫। Bajaj Pulsar P150
Bajaj Pulsar P150 বাইকে দেয়া হয়েছে মাসকুলার লুকিং ফুয়েল ট্যাংকের পাশাপাশি মডার্ন ও শার্প ডিজাইন। এই বাইকের ওজন ১৪০ কেজি। ১৪৯.৬৮ সিসির ইঞ্জিন ১৪.৫ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। তাই এই বাইক থেকে ৪০ কিলোমিটারের আশেপাশে মাইলেজ ও ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড পেয়ে যাবেন। বাইকের সামনে দেয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে দেয়া হয়েছে মনোশক সাসপেনশন। ব্রেকিং সেগমেন্টে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
পরিসংহার
তো ছিল ১ - ২ লক্ষ টাকায় ৫টি বাজাজ মোটরবাইক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সবগুলো বাইক বেশ কিছুটা সময় ধরে বাংলাদেশের বাজারে রয়েছে এবং রাইডারদের মাঝে বেশ আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। তাই আপনিও নির্দ্বিধায় এই তালিকা থেকে আপনার পছন্দের বাজাজ কমিউটার বাইকটি সিলেক্ট করে ফেলতে পারেন।































