বাজাজ মোটরবাইক ২ - ৪ লক্ষ টাকায়

মিডরেঞ্জ বাজেটে বাইকের সন্ধান করছেন আর আপনার পছন্দের ব্র্যান্ড বাজাজ? তাহলে ২ - ৪ লক্ষ টাকা বাজেটে আপনার জন্য রয়েছে বেশ ভালো কিছু অফার। বহুদিন ধরে বাংলাদেশের মার্কেটে থাকা বাজাজের বাইকগুলো যেন পারফরম্যান্স, কমফোর্ট ও এফিশিয়েন্সির সেরা মিশ্রণ। তাই তো রাইডারদের প্রিফারেন্সের তালিকায় সবসময়ই বাজাজকে পাওয়া যায়। এই রেঞ্জের বাইকগুলোতে রাইডাররা সাধারণত যা যা চেয়ে থাকেন, তার সবকিছুই রয়েছে বাজাজের অফার করা বাইকগুলোতে।
২ - ৪ লক্ষ টাকায় বাজাজ মোটরবাইক
Bajaj Pulsar NS200
Bajaj Pulsar NS200 বাইকটির রয়েছে বেশ মাসকুলার ও স্পোর্টি ডিজাইন। বাইকের ওজন ১৫৬ কেজি। বাইকে দেয়া হয়েছে ১৯৯.৫ সিসির ইঞ্জিন, যা ২৪.৫ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক থেকে আপনি শুরুতে ৩৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ১৩৬ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড পেয়ে যাবেন। বাইকের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। বাইকের সামনে ও পেছনে দেয়া হয়েছে ডিস্ক ব্রেকের সেটআপ।
Bajaj Dominar 250
Bajaj Dominar 250 বাইকটি বেশ বোল্ড ও মাসকুলার ডিজাইন নিয়ে বাজারে এসেছে। তবে বাইকটির ওজন কিছুটা বেশি, ১৮০ কেজি। Bajaj Dominar 250 বাইকে ২৪৮.৮ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ২৭ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে। বেশ পাওয়ারফুল হওয়ায় এই বাইক থেকে আপনি প্রথম দিকে ৩০ কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন এবং বাইকের টপ স্পিড ১৩২ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকের সামনে দেয়া হয়েছে ইউএসডি ফর্ক ও পেছনে দেয়া হয়েছে মাল্টি অ্যাডযাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকের সামনে ও পেছনে রয়েছে ডিস্ক ব্রেক এবং সাথে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস সাপোর্ট।
Bajaj Avenger Cruise 220
Bajaj Avenger Cruise 220 বাইকটি মূলত রাইডারের আরামের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে। ১৬৩ কেজি ওজনের এই বাইক দিয়ে স্বাচ্ছ্ন্দ্যে লম্বা ট্যুরে যাওয়া সম্ভব। বাইকে ব্যবহার করা হয়েছে ২২০ সিসির ইঞ্জিন যা ১৯ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। প্রথম দিকে এই বাইক থেকে ৪০ কিলোমিটার প্রতি লিটারের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন এবং এই বাইকের সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে রয়েছে ডুয়াল শক অ্যাবজর্বার। সাথে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
Bajaj Pulsar RS200
স্পোর্টস বাইকের কথা মাথায় রেখে Bajaj Pulsar RS200 বাইকের ডিজাইন করা হয়েছে। বাইকের ওজন ১৬৬ কেজি এবং ডিজাইন বেশ অ্যারোডাইনামিক। ১৯৯.৫ সিসির ইঞ্জিন ২৪.৫ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক থেকে বেশ সহজেই ৩৫ কিলোমিটারের মাইলেজ পাওয়া সম্ভব এবং টপ স্পিড ১৪০ কিলোমিটার। বাইকের সামনে রয়েছে টেলিস্কোপিক ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। বাইকের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সাথে রয়েছে এবিএস সাপোর্ট।
Bajaj Dominar 400
Bajaj Dominar 400 বাইকটি দেখতে বেশ অ্যাগ্রেসিভ ও পাওয়ারফুল। ১৮৭ কেজি ওজনের এই বাইকটি অনেক রাইডারের কাছেই কিছুটা ভারি মনে হতে পারে। ৩৭৩.৩ সিসির ইঞ্জিন দিয়ে ৪০ বিএইচপি পাওয়ার জেনারেট করা সম্ভব, তাই বুঝতেই পারছেন বেশ পাওয়ারফুল বাইক এটি। তাই এই বাইক থেকে ২৫ কিলোমিটারের আশেপাশে মাইলেজ আশা করতে পারেন। এছাড়া বাইকের টপ স্পিড ১৪৮ কিলোমিটার। বাইকের সামনে রয়েছে ইউএসডি ফর্ক ও পেছনে রয়েছে মনোশক সাসপেনশন। ব্রেking সেগমেন্টে ডুয়াল ডিস্ক ব্রেক সেটআপের পাশাপাশি থাকছে ডুয়াল চ্যানেল এবিএস সাপোর্ট। এছাড়া বাইকে টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে।
পরিসংহার
তো এই ছিল ২ - ৪ লক্ষ টাকায় ৫টি বাজাজ মোটরবাইক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সবগুলো বাইক বেশ কিছুটা সময় ধরে বাংলাদেশের বাজারে রয়েছে এবং রাইডারদের মাঝে বেশ আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। তাই আপনিও নির্দ্বিধায় এই তালিকা থেকে আপনার পছন্দের বাজাজ বাইকটি সিলেক্ট করে ফেলতে পারেন।































