বাংলাদেশের সেরা ৫টি বাজাজ স্কুটার

খুব সহজেই ব্যবহার করা যায় বলে বাংলাদেশে স্কুটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আবার সাধারণ বাইকের তুলনায় অনেক স্কুটারেরই ফুয়েল এফিশিয়েন্সি বেশি হয়, তাই সাধারণ রাইডারদের অনেকেই বর্তমানে স্কুটার প্রিফার করেন। সৌভাগ্যবশত, বাংলাদেশে একাধিক ব্র্যান্ড বাজেটের মধ্যে ভালো ভালো স্কুটার অফার করছে, যাদের মাঝে অন্যতম হচ্ছে বাজাজ। বাজাজের স্কুটারগুলো আরামদায়ক, সাশ্রয়ী ও স্টাইলিশ। তাই শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবি, সবার জন্যই বাজাজ ভালো কিছু অফার করছে।
বাংলাদেশের সেরা ৫টি বাজাজ স্কুটার
১। Bajaj Chetak
এই স্কুটারের রয়েছে কিছুটা মডার্নের টুইস্টের সাথে রেট্রো-ক্লাসিক লুক। স্কুটারের ওজন মাত্র ১৩২ কেজি, তাই যেকোনো বয়সের রাইডার বেশ সহজেই হ্যান্ডেল করতে পারবেন। স্কুটারে যেই ইলেক্ট্রিক মোটরটি ব্যবহার করা হয়েছে তা ৫.১ বিএইচপির সমপরিমাণ পাওয়ার জেনারেট করতে সক্ষম। স্কুটারের টপ স্পিড ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা, যা রেগুলার কমিউটিং-এর জন্য যথেষ্ট। সামনে দেয়া হয়েছে সিঙ্গেল-সাইডেড ট্রেইলিং আর্ম ও পেছনে দেয়া হয়েছে মনোশক সাসপেনশন। সাথে থাকছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সাপোর্ট।
২। Bajaj Saffire
Bajaj Saffire স্কুটারটির ডিজাইন কিছুটা শহুরে হিসেবে তৈরি করা হয়েছিল। ১০৪ কেজি ওজনের এই স্কুটার হ্যান্ডেল করা অত্যন্ত সহজ। ৯২ সিসির ইঞ্জিন দ্বারা ৭.৩ বিএইচপি পাওয়ার জেনারেট করা সম্ভব এবং সাধারণত এই স্কুটার থেকে ৫০+ কিলোমিটারের মাইলেজ পাওয়া যায়। স্কুটারের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে সিঙ্গেল শক অ্যাবজর্বার দেয়া হয়েছে। এছাড়া সামনে ও পেছনে আছে ড্রাম ব্রেকের সাপোর্ট।
৩। Bajaj Kristal
১১০ কেজি ওজনের এই স্কুটার শহুরে রাইডারদের জন্য পারফেক্ট বলা যায়। ৯৫ সিসির ইঞ্জিন দ্বারা ৭ বিএইচপি পাওয়ার জেনারেট করা সম্ভব। তাই এই স্কুটারের মাইলেজ ৫০+ কিলোমিটার ও টপ স্পিড ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। স্কুটারের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে রয়েছে কয়েল স্প্রিং সেটআপ। ব্রেকিং সেগমেন্টে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেকের সেটআপ।
৪। Bajaj Spirit
খুবই কম্প্যাক্ট ডিজাইন হওয়ায় তরুণদের বেশ আকর্ষিত করে Bajaj Spirit স্কুটারটি। মাত্র ৮৯ কেজি ওজনের এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ৫৯.৮৬ সিসির ইঞ্জিন, যা ৪.৪ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। পাওয়ার কিছুটা কম হলেও এই স্কুটার থেকে মাইলেজ পাওয়া যায় প্রচুর। স্কুটারের সামনে টেলিস্কোপিক ফর্ক দেয়া হয়েছে ও পেছনে দেয়া হয়েছে সুইং আর্ম সাসপেনশন। এছাড়া বাইকের সামনে ও পেছনে দেয়া হয়েছে ড্রাম ব্রেকের সেটআপ।
৫। Bajaj Blade
Bajaj Blade স্কুটারের ডিজাইন বেশ স্পোর্টি-লুকিং ও অ্যারোডাইনামিক। স্কুটারের ওজন ১১২ কেজি এবং ব্যবহার করা হয়েছে ১২৫ সিসির শক্তিশালী ইঞ্জিন যা ৮.৫ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। তাই এই স্কুটার থেকে ৫০ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি পাওয়া যাবে। স্কুটারের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সেগমেন্টে থাকছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
পরিসংহার
তো এই ছিল বাজাজের সেরা স্কুটারগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সবগুলো স্কুটার বেশ কিছুটা সময় ধরে বাংলাদেশের বাজারে রয়েছে এবং রাইডারদের মাঝে বেশ আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। তাই আপনিও নির্দ্বিধায় এই তালিকা থেকে আপনার পছন্দের বাজাজ কমিউটার স্কুটার সিলেক্ট করে ফেলতে পারেন।































