১ - ২ লক্ষ টাকায় Keeway মোটরবাইক সম্পর্কে আলোচনা
সাশ্রয়ী মূল্যে স্টাইলিশ ও নির্ভরযোগ্য বাইক অফার করার কারণে Keeway বাংলাদেশে খুব দ্রুত গতিতে জনপ্রিয় হয়ে উঠছে। ১ - ২ লক্ষ টাকায় ভালো চয়েস হতে পারে এমন বেশ কিছু বাইক Keeway বাংলাদেশের মার্কেটে ইতোমধ্যে নিয়ে এসেছে। প্রতিটি বাইক দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ভালো পারফরম্যান্স, ফুয়েল এফিশিয়েন্সি ও কমফোর্ট অফার করছে। তাই চলুন, আজকের লেখায় ১ - ২ লক্ষ টাকায় Keeway অফার করছে এমন ৫টি বাইক বাইক সম্পর্কে জেনে নেয়া যাক।
১ - ২ লক্ষ টাকায় Keeway মোটরবাইক সম্পর্কে আলোচনা
১। Keeway RKS 100 v3
Keeway RKS 100 v3 বাইকটির রয়েছে বেশ স্পোর্টি ও অ্যাগ্রেসিভ ডিজাইন। বাইকটির ওজন মাত্র ১১০ কেজি, তাই শহরের ব্যস্ত সড়কে বেশ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। বাইকে ব্যবহার করা হয়েছে ৯৯.৭ সিসির ইঞ্জিন, যা ৬.৩ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক থেকে আপনি বেশ সহজেই ৪৫+ কিলোমিটারের মাইলেজ ও ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি পেয়ে যাবেন। বাইকের সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে টুইন শক সাসপেনশন সেটআপ ব্যবহার করা হয়েছে।
২। Keeway RKS 125
Keeway RKS 125 বাইকটির রয়েছে বেশ বোল্ড ও স্টাইলিশ ডিজাইন, তাই দেখতে বেশ আকর্ষণীয়। এই বাইকে ১২৪.৫ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১১ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। মোটামুটি পাওয়ারফুল ইঞ্জিন হলেও এই বাইক থেকে আপনি ৪০+ কিলোমিটারের মাইলেজ ও ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি পেয়ে যাবেন। বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ব্যবহার করা হয়েছে ডুয়াল শক অ্যাবজর্বার। ব্রেকিং সেগমেন্টে থাকছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
৩। Keeway K-Light 150
যারা ক্লাসিক লুকের বাইক পছন্দ করেন তাদের জন্য রয়েছে Keeway K-Light 150। বাইকটির ডিজাইন ক্রুজার বাইকের মতো হলেও রয়েছে রেট্রো-মডার্ন টাচ। বাইকের ওজন ১৪০ কেজি হলেও সিটের উচ্চতা কিছুটা কম হওয়ায় হ্যান্ডেল করতে বিশেষ সমস্যা হয় না। বাইকে ব্যবহার করা হয়েছে ১৪৯.৪ সিসির ইঞ্জিন যা ১২ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক আপনাকে ৩৫ কিলোমিটারের মাইলেজ ও ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি অফার করতে পারবে। বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ব্যবহার করা হয়েছে ডুয়াল শক অ্যাবজর্বার। আর ব্রেকিং সেগমেন্টে থাকছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
৪। Keeway Superlight 150
ভিন্টেজ ক্রুজার লুক নিয়ে বাজারে এসেছে Keeway Superlight 150। এই বাইকের ওজন মাত্র ১৩৪ কেজি। ১৪৯.৪ সিসির ইঞ্জিন ১০ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। তাই এই বাইক থেকে আপনি ৩৫+ কিলোমিটারের মাইলেজ ও ৯০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি পেয়ে যাবেন। বাইকের সামনে ব্যবহার করা টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ব্যবহার করা হয়েছে টুইন শক অ্যাবজর্বার। আর বাইকের সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেকের সেটআপ দেয়া হয়েছে।
৫। Keeway RKS 150 Sports
তরুণ রাইডারদের টার্গেট করে Keeway বাজারে নিয়ে এসেছে স্পোর্টি ও অ্যাগ্রেসিভ ডিজাইনের Keeway RKS 150 Sports। ১৪০ কেজি ওজনের এই বাইকে ১৪৯.২ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১২ বিএইচপি পাওয়ার জেনারেট করতে সক্ষম। এই বাইক থেকে আপনি ৩৫+ কিলোমিটারের মাইলেজ ও ১১০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি পেয়ে যাবেন। বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকের সাথে রয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেকের সেটআপ।
পরিসংহার
তো ছিল ১ - ২ লক্ষ টাকায় ৫টি Keeway মোটরবাইক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সবগুলো বাইক বেশ কিছুটা সময় ধরে বাংলাদেশের বাজারে রয়েছে এবং রাইডারদের মাঝে বেশ আস্থা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। তাই আপনিও নির্দ্বিধায় এই তালিকা থেকে আপনার পছন্দের Keeway মোটরবাইকটি সিলেক্ট করে ফেলতে পারেন।































