বাংলাদেশের ৫ টি সেরা সুজুকি কমিউটার বাইক সম্পর্কে আলোচনা

কমিউটার বাইকের ক্ষেত্রে অনেক ভালো ব্র্যান্ডের নাম পাওয়া যাবে, এর মধ্যে সুজুকি অন্যতম। রেগুলার রাইডিং-এর জন্য কমিউটার বাইকের কোনো বিকল্প নেই, আর তা যদি হয়, সুজুকি কমিউটার বাইক, তাহলে তো কথাই নেই! কমিউটার বাইকগুলোর যেসকল বৈশিষ্ট্য থাকা জরুরি, সুজুকি কোম্পানি তার সব কিছুই প্রায়োরিটি লিস্টের সবার উপরেই রাখে। আর এইজন্যই যেকোনো বয়সী বাইকারদের কাছে সুজুকির কমিউটার বাইকগুলো সেরা পছন্দ বলে বিবেচিত হয়।
৫ টি সেরা সুজুকি কমিউটার বাইক
বাংলাদেশের রাস্তা, জ্যাম, অনেক কিছু বিবেচনায় নিয়ে একজন বাইকার পছন্দ করেন আরামদায়ক ও ভালো পারফরম্যান্সের সুন্দর একটা বাইক, যা দিয়ে নিয়মিত রাইড করা যাবে স্বাচ্ছন্দ্য নিয়ে। এক্ষেত্রে সুজুকি কোম্পানির কমিউটার বাইকগুলো থাকে পছন্দের একদম শীর্ষে। অনেকগুলো কমিউটার বাইকের মধ্যে আজ আমরা আলোচনা করবো, বাংলাদেশের ৫ টি সেরা সুজুকি কমিউটার বাইক নিয়ে। আশা করি, BikesGuide-এর আজকের ব্লগ পড়ে জেনে নিতে পারবেন সেরা সুজুকি কমিউটার বাইক সম্পর্কে বিস্তারিত আলোচনা।
সুজুকি হায়াতে ইপি
১০০ সিসির সুজুকি হায়াতে ইপি সাশ্রয়ী মূল্যের পাশাপাশি দুর্দান্ত পারফর্ম্যান্সের একটি বাইক। সুজুকি হায়াতে ইপি ফিচার, দাম, বডি ডিজাইন এবং পারফরম্যান্স, সকল দিক বিবেচনা করলে বলা যা্ এটি যথেষ্ট ভালো এবং সন্তোষজনক পারফর্ম্যান্সের একটি কমিউটার বাইক।
এই বাইকে রয়েছে একটি ১০০ সিসির এয়ার কুলড ইঞ্জিন, যেটি ৪ স্ট্রোক, ২ ভাল্ভ এবং সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট। ইঞ্জিনটি এসওএইচসি যা ৭৫০০ আরপিএম এ ৮.৭ বিএইচপি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং ৫০০০ আরপিএম এ ৯.৩ নিউটন মিটার ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক, কয়েল স্প্রিং, অয়েল ডাম্পেড, সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে ডুয়েল ৫-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। বাইকটির সামনের চাকায় সংযুক্ত করা হয়েছে ১৩০ মিমি এর একটি ড্রাম ব্রেক এবং পেছনের চাকায় সংযুক্ত করা হয়েছে ১১০ মিমি এর ড্রাম ব্রেক।
এই সুজুকি কমিউটার বাইক-এর দাম ৮৭,৫০০ টাকা।
সুজুকি এএক্স৪
এন্ট্রি লেভেলের কমিউটার সেগমেন্টে কিছুটা প্রভাব বিস্তার করার জন্য সুজুকি এএক্স৪ বাইকটির উদ্ভাবন। ক্লাসিক ও বেসিক ডিজাইনের এই বাইকটি সাশ্রয়ী ও বাস্তবসম্মত ফিচারবিশিষ্ট।
বাইকটির ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এসওএইচসি টাইপের। ১১২.৮ সিসি ডিসপ্লেসমেন্টের এই বাইকের ইঞ্জিন থেকে ৮০০০ আরপিএম-এ ১০.৬ বিএইচপি সর্বোচ্চ পাওয়ার এবং ১১.৫ এনএম সর্বোচ্চ টর্ক পাওয়া যাবে। বাইকটির সামনে ও পেছনে উভয় চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের দিকে হাইড্রোলিক স্প্রিং টেলিস্কোপিক সেট-আপ, আর পেছনে স্প্রিং৫-পজিশনে অ্যাডজাস্টেবল ডাবল শক অ্যাবসর্বার ব্যবহার করা হয়েছে। এই সাসপেনশনগুলো বাংলাদেশে শহরের ভালো রাস্তায় সুন্দর সাপোর্ট আর ভালো রাইড কোয়ালিটি দিতে সক্ষম।
এই সুজুকি কমিউটার বাইক-এর দাম ২,৫০,০০০ টাকা।
সুজুকি অ্যাক্সেস
দামের দিক থেকে একটু বেশি মনে হলেও অনেক বেশি নির্ভরযোগ্য ও আদর্শ একটি বাইক হলো সুজুকি অ্যাক্সেস। আকর্ষনীয় রঙ ও ভিনটেজ ডিজাইনের দারুণ স্টাইলিশ এই স্কুটারটি সকল বয়সের রাইডারদের জন্য সেরা।
এর ইঞ্জিনটি একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এসওএইচসি, এয়ার কুলিং ইঞ্জিন। ১২৪ সিসি কর্মদক্ষতার এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ পাওয়ার ৮.৬ বিএইচপি @ ৬৭৫০ আরপিএম এবং সর্বোচ্চ টর্ক ১০.২ এনএম @৫০০০ আরপিএম পাওয়া যাবে। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে একটি টেলিস্কপিক, কয়েল স্প্রিং, অয়েল ড্যাম্পড সাসপেনশন এবং পেছনের চাকায় দেয়া হয়েছে সুইং আর্ম টাইপের কয়েল স্প্রিং, অয়েল ড্যাম্পড সাসপেনশন। স্কুটারটির ব্রেকিং সিস্টেমও যথেষ্ট ভালো, যাতে রয়েছে একটি ডিস্ক ও ১২০ মিমি-এর একটি ড্রাম ব্রেক।
এই সুজুকি কমিউটার বাইক-এর দাম ১,২৩,২৫০ টাকা।
সুজুকি হায়াতে
বাইকটি শুধু লুকের জন্যই নয়, এর পারফরম্যান্সের জন্যও সুপরিচিত। এছাড়া কম বাজেটের হওয়ায়, বাংলাদেশের মানুষের কাছে এই বাইকটি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে।
বাইকটিতে সংযুক্ত করা হয়েছে ৪ স্ট্রোক, ২ ভাল্ভস, সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুলড ১১০ সিসির ইঞ্জিন যা ৮.২ বিএইচপি @ ৭৫০০ আরপিএম ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং ৮.৮ নিউটন মিটার @৫৫০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে। বাইকটির সামনের এবং পেছনের উভয় চাকাতেই সংযুক্ত করা হয়েছে ড্রাম ব্রেক। বাইকটির সামনের দিকে রয়েছে অয়েল ড্যাম্পড, কয়েল স্প্রিং টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের দিকে রয়েছে অয়েল ড্যাম্পড, কয়েল স্প্রিং সুইং আর্ম সাসপেনশন।
এই সুজুকি কমিউটার বাইক-এর দাম ৮৭,৪০০ টাকা।
সুজুকি লেটস
স্কুটারটির দুর্দান্ত ডিজাইন, ক্লাসি ফিচারস এবং অনন্য পারফরম্যান্সে এটি নারী-পুরুষ, সকল বয়সী মানুষের পছন্দের বাইক হয়ে উঠেছে। স্কুটারটি ডিজাইন, গতি, কন্ট্রোল, ব্রেকের একটি দুর্দান্ত কম্বিনেশন।
এই স্কুটারটিতে ১১২.৮ সিসি’র ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ব্যবহার করা হয়েছে যা ৪-স্ট্রোক, সিংগেল সিলিন্ডার এয়ার কুল্ড। এই ইঞ্জিন ৮.৬ বিএইচপি @ ৭৫০০ আরপিএম সর্বোচ্চ শক্তি এবং ৯ এনএম @ ৬৫০০ আরপিএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এর সামনের চাকায় টেলিস্কোপিক কয়েল স্প্রিং অয়েল ড্যাম্পড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। পেছনের চাকায় সুইং আর্ম টাইপ কয়েল স্প্রিং অয়েল ড্যাম্পড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উভয় চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
এই সুজুকি কমিউটার বাইক-এর দাম ২,৫০,০০০ টাকা।
পরিশেষে
নিত্যদিনের ব্যাবহারের জন্য কমিউটার বাইকের কোনো বিকল্প নেই। নারী-পুরুষ,যেকোনো বয়সী বাইকারদের জন্য সুজুকি কমিউটার বাইকগুলো বেষ্ট। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের ৫ টি সেরা সুজুকি কমিউটার বাইকের তথ্য তুলে ধরার। যেকোনো বাইক কেনার ক্ষেত্রেই এসকল বেসিক তথ্য জেনে রাখা খুবই জরুরি।































