অনলাইন বাইক রেজিস্ট্রেশন - কীভাবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন যাচাই করবেন?

বাইক রেজিস্ট্রেশনের আবেদন করার পর মোটরবাইক সংক্রান্ত যে কোন আপডেট নেয়ার জন্য আগে সংশ্লিষ্ট BRTA অফিসে ছুটে যাওয়া ছাড়া উপায় ছিলো না। কিন্তু এখন ঘরে বসে অনলাইনে মোটরবাইকের রেজিস্ট্রেশন যাচাই করতে পারবেন নিজেই। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চেক, ড্রাইভিং লাইসেন্স চেক, ভুয়া লাইসেন্স যাচাই সহ আরো কিছু খুঁটিনাটি বিষয়ে জানবো।
মোটরবাইক রেজিস্ট্রেশনের নিয়ম
প্রথমত, সংশ্লিষ্ট BRTA অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোটরবাইক রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এরপর BRTA অফিস আবেদন ও যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখবে, এবং সব কাগজপত্র ঠিক থাকলে গ্রাহককে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার জন্য একটি অ্যাসেসমেন্ট স্লিপ দেয়া হবে।
ফি জমা দেয়ার পর মোটরসাইকেলটি পরিদর্শণের জন্য BRTA অফিসে আনতে হবে। বাইকটি পরিদর্শনের পর এর মালিকানা ও বাইক সংক্রান্ত যাবতীয় তথ্য BRTA ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি করা হয়। তারপর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রেজিস্ট্রেশনের অনুমোদন দিবেন এবং রেজিস্ট্রেশন নম্বরসহ প্রাপ্তিস্বীকারপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে দেয়া হয়।
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (DRC) তৈরির জন্য গ্রাহককে বায়োমেট্রিক্স (ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ) দেয়ার জন্য নোটিশ হিসেবে এসএমএস পাঠানো হবে। বায়োমেট্রিক্স দেয়ার পর আবার এসএমএস আসবে DRC সংগ্রহের জন্য।
বাইকের রেজিস্ট্রেশন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- মালিক ও ডিলার কর্তৃক পূরণ ও স্বাক্ষরকৃত নির্ধারিত আবেদনপত্র, ২ কপি ছবি।
- বিল অব এন্ট্রি, ইনভয়েস ও এলসিএ কপি।
- সেল সার্টিফিকেট / বিক্রয়ের প্রমাণপত্র।
- প্যাকিং লিস্ট, ডেলিভারি চালান ও গেইট পাস।
- আয়কর প্রদানের প্রমাণপত্র।
- বিদেশি মালিক হলে ওয়ার্ক পারমিট ও ভিসার কপি।
- কাস্টমস অফিস থেকে সত্যায়িত ভ্যাট চালান।
- বডি ও সিট স্পেসিফিকেশন ড্রইং।
- রেজিস্ট্রেশন ফি জমা রসিদ।
- জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ডিজিটাল লাইসেন্স কপি।
- নিলামে ক্রয়কৃত বাইকের ক্ষেত্রে নিলাম সংক্রান্ত কাগজপত্র।
- BRTA পরিদর্শকের প্রতিবেদন ও বিক্রেতার কাগজপত্র।
BRTA অনলাইন বাইক রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই
রেজিস্ট্রেশন যাচাই ও DRC সংগ্রহ
ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কিনা জানার জন্য SMS: NP
পাঠান 26969
নম্বরে।
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (DRC) চেক করতে SMS: NP DRC
পাঠান 26969
নম্বরে।
শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম মেট্রো সার্কেল অফিসের অতিরিক্ত SMS সেবা
- বায়োমেট্রিক্স এপয়েন্টমেন্ট নিতে SMS:
NP B Date
পাঠান26969
নম্বরে। - DRC সংগ্রহের জন্য SMS:
NP C Date
পাঠান26969
নম্বরে।
ড্রাইভিং লাইসেন্স আপডেট ও সত্যতা যাচাই
লাইসেন্সের স্ট্যাটাস জানতে SMS: DL Reference No
পাঠান 26969
নম্বরে।
ড্রাইভিং লাইসেন্স সত্যতা যাচাই করতে SMS: DL Driving Licence Number
পাঠান 26969
নম্বরে।
এসএমএস আদান-প্রদানের জন্য মোবাইল নম্বর পরিবর্তন
মোবাইল নম্বর পরিবর্তন করতে SMS: NP VehicleReg(6 digit) TransactionNo(Last 6 digit)
পাঠান 26969
নম্বরে।
BRTA অনলাইন মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জানুন
BRTA পোর্টালে লগইন করে অনলাইনে রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ফি চেক ও পরিশোধ করা যায়।
- নিবন্ধিত যানবাহনের ফি জানতে “নিবন্ধিত যানবাহন ফি প্রদান” অপশন সিলেক্ট করুন।
- নতুন বাইক রেজিস্ট্রেশন ফি জানার জন্য “নতুন যানবাহন ফি প্রদান” অপশন ব্যবহার করুন।
- ড্রাইভিং লাইসেন্স ফি জানার জন্য “লাইসেন্স ফি প্রদান” অপশন ব্যবহার করুন।
উপসংহার
BRTA প্রতিনিয়ত নতুন অনলাইন সেবা চালু করছে। আপনার মোটরবাইকের ডকুমেন্ট সবসময় আপডেট রাখুন। নিরাপদ হোক আপনার পথচলা।
গ্রাহকদের নিয়মিত কিছু প্রশ্নের উত্তর
বাইকের চ্যাসিস নাম্বার কি?
চ্যাসিস নাম্বার হলো বাইকের অনন্য সিরিয়াল নম্বর যা রেজিস্ট্রেশনের সময় এন্ট্রি করা হয়। VIN নাম্বারের শেষ ৬ ডিজিটই চ্যাসিস নাম্বার।
বাংলাদেশে কতগুলো BRTA অফিস আছে?
বাংলাদেশে BRTA-এর মোট ৬২টি অফিস আছে। এর মধ্যে ৫৭টি জেলা সার্কেল এবং ৫টি মেট্রো সার্কেল।
লার্নার লাইসেন্স নিয়ে কি রাস্তায় গাড়ি চালানো যাবে?
লার্নার লাইসেন্স মূলত ড্রাইভিং শেখার জন্য দেয়া হয়। এটি দিয়ে প্রশিক্ষকের সাথে শিখতে পারবেন, কিন্তু একা গাড়ি চালাতে পারবেন না। শেখা শেষ হলে মূল লাইসেন্স নিতে হবে।