অনলাইন বাইক রেজিস্ট্রেশন - কীভাবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন যাচাই করবেন?
7 মিনিটে পড়া যাবে
7 মিনিটে পড়া যাবে

বাইক রেজিস্ট্রেশনের আবেদন করার পর মোটরবাইক সংক্রান্ত যে কোন আপডেট নেয়ার জন্য আগে সংশ্লিষ্ট BRTA অফিসে ছুটে যাওয়া ছাড়া উপায় ছিলো না। কিন্তু এখন ঘরে বসে অনলাইনে মোটরবাইকের রেজিস্ট্রেশন যাচাই করতে পারবেন নিজেই। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চেক, ড্রাইভিং লাইসেন্স চেক, ভুয়া লাইসেন্স যাচাই সহ আরো কিছু খুটি নাটি বিষয়ে জানবো।
মোটরবাইক রেজিস্ট্রেশনের নিয়ম
প্রথমত, সংশ্লিষ্ট BRTA অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোটরবাইক রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এরপর BRTA অফিস তার আবেদন ও যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখবে, এবং সব কাগজপত্র ঠিক থাকলে গ্রাহককে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার জন্য একটি অ্যাসেসমেন্ট স্লিপ দেয়া হবে।ফি জমা দেয়ার পর মোটরসাইকেলটি পরিদর্শণের জন্য BRTA অফিসে এনে হাজির করতে হবে। বাইকটি পরিদর্শনের পর এর মালিকানা ও বাইক সংক্রান্ত যাবতীয় তথ্য BRTA ইনফরমেশন সিস্টেমে এন্ট্রি করা হয়। তারপর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রেজিস্টেশনের অনুমোদন দিবেন এবং রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরসহ একটি প্রাপ্তিস্বীকারপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে গ্রাহককে দেয়া হয়।ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (DRC) তৈরীর জন্য গ্রাহককে তার বায়োমেট্রিক্স- অর্থাৎ ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ, ইত্যাদি দেয়ার জন্য BRTA অফিসে হাজিরা দেয়ার নোটিশ হিসেবে গ্রাহক তার মোবাইল ফোনে একটি এসএমএস পাবেন। বায়োমেট্রিক্স দেয়ার পর DRC নেয়ার জন্য গ্রাহক আবার একটি এসএমএস পাবেন।আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে
- মালিক ও ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র। BRTA ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে বা BRTA অফিস হতে এই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বাইক মালিকের সাম্প্রতিক ২ কপি পাসপোর্ট ছবি দিতে হবে।
- বিল অব এন্ট্রি, ইনভয়েস ও এলসিএ কপি।
- সেল সার্টিফিকেট /বিক্রয়ের তথ্য /বিক্রয়ের প্রমাণপত্র (বিক্রেতা প্রদত্ত)।
- প্যাকিং লিস্ট, ডেলিভারি চালান ও গেইট পাস।
- অগ্রিম/অনুমিত আয়কর দেয়ার প্রমাণপত্র।
- বিদেশি নাগরিকের নামে রেজিস্ট্রেশন/মালিকানা বদলি হলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট এবং ভিসার মেয়াদের কপি।
- নির্ধারিত কাস্টমস অফিস থেকে সত্যায়িত করা বডি ভ্যাট চালান ও ভ্যাট পরিশোধের চালান (প্রযোজ্য ক্ষেত্রে)।
- প্রস্তুতকারক/ BRTA কর্তৃক অনুমোদিত বাইকের বডি ও সিট ব্যবস্থার স্পেসিফিকেশন সম্বলিত ড্রইং (যেকোনো মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য)।
- প্রযোজ্য রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার রসিদ।
- ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির যেকোনোটির সত্যায়িত ফটোকপি এবং মালিক কোনো প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে আবেদনপত্র।
- নিলামে ক্রয়কৃত মোটরবাইকের ক্ষেত্রে লগবুকে উল্লেখ করা প্রস্তুতকাল ও প্রস্তুতকারকের বিস্তারিত বিবরণ সম্বলিত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদত্ত ছাড়পত্র, নিলাম সংক্রান্ত কাগজপত্র এবং মেরামতের বিস্তারিত বিবরণ।
- BRTA মোটরবাইক পরিদর্শকের দেয়া বাইকটির পরিদর্শন প্রতিবেদন, এবং ক্রয়ের সময় বিক্রেতার পক্ষ থেকে দেয়া সকল কাগজপত্র।
BRTA অনলাইন বাইক রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করার পদ্ধতি
মোটরসাইকেল রেজিস্ট্রেশন যাচাই ও DRC গ্রহন
বাইকের রেজিস্ট্রেশন করার পর ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কি না অথবা কোন পর্যায়ে আছে সেটা অনলাইনে জানার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।মোটরসাইকেলের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্মার্টকার্ড তৈরি হয়েছে কিনা সেটা জানার জন্যও অনলাইন সেবা রয়েছে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP<Space>DRC লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে।শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম মেট্রো সার্কেল অফিসে আরো দু’টি এসএমএস সেবা রয়েছে।- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স দেয়ার এ্যাপয়েন্টমেন্ট নিতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NP<space>B<space>Date টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে (উদাহরণস্বরূপ, ১১ ফেব্রুয়ারি তারিখে এ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে টাইপ করুন NP B 11)। ফিরতি মেসেজে যেই সময় উল্লেখ করা থাকবে, তখন BRTA অফিসে এসে বায়োমেট্রিক্স দেয়া যাবে।
- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হলে গ্রাহককে মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হয় এবং সেটা নেয়ার জন্য মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP<space>C<space>Date টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি মেসেজে উল্লেখ করা সময়ে যেয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহন করা যাবে। কোনও কারণে নির্ধারিত তারিখে সার্টিফিকেট গ্রহণ করা সম্ভব না হলে একই পদ্ধতিতে আবার এ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে।



































