শীতকালে বাইকের যত্ন কিভাবে নিতে হবে?
শীতকালে বাইকের যত্ন
শীতকালে বাইক-এর একটু বেশি যত্ন নিতে হয়। কারণে এসময় যেমন ধুলাবালির পরিমাণ বেশি থাকে, তেমনি প্রচন্ড শীতের কারণে বাইকের ইঞ্জিন বসে যায়, আর তাই সকাল বেলা স্টার্ট দেওয়াও কঠিন হয়ে যায়। যারা নিয়মিত বাইক চালান, ভালো সার্ভিস পেতে বাইকের যত্ন নেন সবসময়। শীতকালে বাইক-এর যত্নের দরকার হয় অনেক বেশি।
শীতকালে বাইকের যত্ন যেভাবে নিবেন
বিভিন্ন উপায়েই শীতকালে বাইকের যত্ন নেওয়া যায়। বাইকের বিশেষ পার্টসগুলোর দিকে নজর রাখার পাশাপাশি, চেষ্টা করতে হয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার, যাতে ইঞ্জিন, ব্যাটারি সহ আরও অন্যান্য পার্টসগুলো শীতের দিনেও সচল থাকে। সহজ কিছু টিপস জেনে নিলে শীতে আপনিও বাইকের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।
টায়ারের প্রতি যত্নশীল হোন
বাইকের টায়ার পরীক্ষা করা আপনার রুটিনের একটি অংশ মনে করুন। শীতকালে চেষ্টা করবেন টায়ারগুলোকে সচল রাখার। কারণ টায়ার একবার অকেজো হয়ে গেলে পুরো বাইকটাই অচল বলতে পারেন। তাছাড়া বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টস এই টায়ার, এগুলিই রাস্তার সাথে আপনার যোগাযোগের একমাত্র বিন্দু।
টায়ারের চাপ নিয়ন্ত্রণে রাখুন
শীতকালে নিয়মিত আপনার টায়ার পাম্প করুন। টায়ারের চাপ খুব কম হওয়া মানে রাইডিং-এ ব্যাঘাত ঘটা। লম্বা সময়ের জন্য কম চাপের সাথে রাইডিং করার ফলে রাবারটি ক্ষয় হতে পারে এবং অবশেষে টায়ারে চাপ দেওয়া হলে তা বিভক্ত হতে পারে। আর তাই টায়ারের চাপ স্বাভাবিক মাপের চেয়ে সামান্য বেশি রাখতে পারেন। এতে খুব বেশি শীত পড়লেও টায়ারের আয়তন ছোট হলেও ঠিক মাপের হবে।
লুব্রিকেন্ট ব্যবহার করুন
শীতকালে লুব্রিকেশন একদম অপরিহার্য হয়ে পড়ে। বাইকের চেইন প্রায়শই জং ধরে যায়। এছাড়াও অনেকদিন ব্যবহার না হলে চেইন ঠিক মতো কাজও করে না কারণ চেইন নিয়মিত পরিষ্কার না করলে এর ভেতরে জমে থাকা কাদামাটি এবং ধুলাবালিতে জ্যাম হয়ে যেতে পারে।
আপনার বাইক পরিষ্কার করুন
নির্দিষ্ট ক্লিনিং পণ্য ব্যবহার করে নিয়মিত আপনার বাইক পরিষ্কার করুন। এটি আপনার বাইকের ব্যয়বহুল পার্টসগুলোকে ক্ষয় থেকে রক্ষা করবে। চাইলে শীতকালে জেট ওয়াশ ব্যবহার করতে পারেন।
ইঞ্জিনের যত্ন নিন
শীতকালে একটু বেশি করে ইঞ্জিনের যত্ন নিতে হবে। শীতের সময় বাইকে ব্যবহার করুন অকটেন। কারণ শুধু পেট্রোল ব্যবহার করলে শীতকালে বাইকের স্টার্টে সমস্যা হতে পারে। আবার কখনো কখনো ইঞ্জিনের পাওয়ারও কমে যায়। তাই শুধু পেট্রোল নয়, বরং এর সঙ্গে কিছুটা অকটেন মিশিয়ে নিন।
ব্যাটারির দিকে নজর দিন
এটি আরও একটা অপরিহার্য কাজ বলা যায়, শীতকালে বাইকের ব্যাটারি ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখা জরুরি। বাইকের ব্যাটারি যদি কাজ না করে ঠিকমতো তাহলে বাইকে স্টার্ট দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন।
বাইকের প্লাগ পরিষ্কার রাখুন
স্পার্ক প্লাগ ঠিকমতো কাজ করছে কিনা তা চেক করুন। শীতকালে বাইকের প্লাগ এর যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠান্ডা অবস্থায় বাইক ইঞ্জিন সঠিকভাবে চালনা করতে হয়। দীর্ঘদিন ব্যবহারের পর এই যন্ত্রাংশটিতে ময়লা জমে, আর তাই প্লাগ পরিষ্কার রাখলে শীতকালেও বাইক ভালো পারফরম্যান্স দিবে।
মোটরসাইকেলটিকে ঢেকে রাখুন
শীতকালে আপনার বাইককে সুরক্ষিত রাখার অন্যতম ব্যবস্থা হলো বাইকটিকে ঢেকে রাখা, এতে ধুলাবালি, কুয়াশা থেকে বাইকটি সুরক্ষিত থাকবে। সবচেয়ে ভালো হয় খোলা জায়গায় না রেখে গ্যারেজে রাখলে।
হেডলাইট পরিষ্কার রাখুন
হেডলাইট কুয়াশা ও ধুলাবালিতে আচ্ছাদিত হয়ে যায়, তাই বাইক চালানোর আগে ও পরে, হেডলাইট ভালো মতো পরিষ্কার রাখতে হবে।
পরিশেষে
শীতকালে বাইকারদের চিন্তা বেড়ে যায় শীতে বাইকের যত্ন কীভাবে নিবেন এই ভেবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সহজ কিছু টিপস মাথায় রাখলে কাজটি খুবই সহজ হয়ে যায়। জানার জন্য পড়ে নিতে পারেন Bikesguide-এর “শীতকালে মোটরসাইকেলের যত্নঃ যা যা মাথায় রাখতে হবে” এই ব্লগটি। আশা করি, বাইকাররা এই দুইটি Advice Blog পড়ে উপকৃত হবেন।




































