বাচ্চাদের বাইক হেলমেট: মোটরসাইকেলে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করুন

Humyra Sharmind Alam
time
5 মিনিটে পড়া যাবে
feature image

হেলমেট হচ্ছে বাইকের এমন একটি অনুষঙ্গ, যেই বিষয়ে মোটেও নেগোশিয়েট করা উচিত নয়। বয়সে ছোট হোক বা বড়, সবার জন্যই এটি একটি অত্যাবশ্যকীয় উপাদান। বাচ্চাকে নিয়ে বাইকে করে কোথাও যাওয়ার সময় অথবা বাচ্চাকে সাইকেল চালানো শেখানোর সময় অবশ্যই তাই হেলমেট পরিয়ে নেয় উচিত।

বাচ্চাদের বাইক হেলমেট এনশিওর করবে যে আপনার বাচ্চার মাথা, যেটি কিনা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটি যেন নিরাপদ থাকে। তাই এই লেখায় আমরা বাচ্চাদের জন্য সেরা বাইক হেলমেটগুলো এবং হেলমেট সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো।

বাচ্চাদের সেরা বাইক হেলমেট

বাচ্চাদের জন্য বাইক হেলমেটগুলোর একটি তালিকা নিচে দেয়া হলো।

১। Giro Scamp

বাচ্চাদের জন্য এটি একটি সেরা বাইক হেলমেট। দেখতে একদম সাধারণ হলেও পুরোদস্তুর নিরাপত্তা দেয়ার কাজে এই হেলমেট বছরের পর বছর ধরে সফল। বাচ্চাদের কমফোর্টেবল বাইক হেলমেটগুলোর মাঝে এটি একটি। সাথে রয়েছে অপশনাল MIPS টেকনোজলি। অর্থাৎ, আপনি চাইলে MIPS সহ অথবা ছাড়া ক্রয় করতে পারবেন।

২। Joovy Noodle

দাম অনুযায়ী সবচেয়ে ভালো ফিচারগুলো অফার করছে Joovy Noodle বাচ্চাদের বাইক হেলমেট। বাজারে থাকা বাচ্চাদের বাইক হেলমেটগুলোর মাঝে এটি সবচেয়ে হালকা। তাই এই হেলমেটের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার বাচ্চা বিরক্ত হয়ে হেলমেট মাথা থেকে কখনো খুলে ফেলবে না। আবার এটি বাজারের অন্যতম বাচ্চাদের অ্যাফোর্ডেবল বাইক হেলমেটগুলোর একটি।

৩। woom KIDS Helmet

woom KIDS Helmet ফুল কভারেজ এবং অসাধারণ ফিটের জন্য জনপ্রিয়। হেলমেটটি তৈরি করার সময় প্রস্তুতকারকরা হেলমেটটি ফিট হওয়ার দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছেন। তাই যেকোনো সাইজের মাথায় এই হেলমেট অনায়াসেই ফিট হয়, আবার ঝাকিতে সহজে মাথা থেকে সরেও যায় না।

৪। Giro Hale MIPS

এই হেলমেটটির ওজন মাত্র ২৪৭ গ্রাম এবং উপরে রয়েছে ভেন্টিলেশনের জন্য ২২টি ছিদ্র। তাই বাইক চালানোর জন্য বাচ্চাদের মাথা অতিরিক্ত ঘেমে যাবে না এবং ঘামলেও তা খুব দ্রুত শুকিয়ে যাবে।

৫। Giro Fixture II Youth MIPS

বাচ্চাদের জন্য আদর্শ হেলমেটে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার সবই আছে এই হেলমেটে - ওজনে হালকা, ভালো ভেন্টিলেশন সিস্টেম, অ্যাডজাস্ট করা অনেক সহজ এবং মাথা থেকে খুব সহজে নড়ে না। হেলমেটের ভেতরের অংশে টেকনিকাল ম্যাটারিয়ালের তৈরি ইন্টারনাল প্যাড রয়েছে, এতে করে মাথা খুব সহজে ঘামবে না।

৬। Smith Convoy

এটি বেশ স্টাইলিশ, লাইট-ওয়েট ও হাইলি-অ্যাডজাস্টেবল হেলমেট। বাচ্চাদের মাথায় এটি খুব ভালোভাবে এটে থাকে, প্রবল ঝাকুনিতেও খুলে আসতে চায় না। আবার যেকোনো সাইজের মাথায় অ্যাডযাস্ট করার জন্য রয়েছে বেশ ভালো ডায়াল সিস্টেম।

৭। Nutcase Little Nutty

এই হেলমেট ব্যবহার করে বাইকিং, স্কেটিং বা স্কুটার চালানো, সব করা যাবে। কারণ, এতে রয়েছে ডুয়াল সার্টিফিকেশন। বাজারের বেশিরভাগ বাইক হেলমেট শুধু বাইক চালানোর জন্যই তৈরি করা হলেও, এই একটি হেলমেট দিয়ে আপনার বাচ্চা সবধরণের স্পোর্টে অংশগ্রহণ করতে পারবে।

৮। Thousand Jr

এই বাইক হেলমেট একই সময়ে সেইফ এবং স্টাইলিশ। কিছুটা রেট্রো ভাইবের সাথে মিলিয়ে এই হেলমেটগুলো তৈরি করা হয়েছে। তবে শুধু ছোট শিশুদের জন্য এই হেলমেটের সাইজ অ্যাভেইলএবল। এই হেলমেটের’ও আছে ডুয়াল সার্টিফিকেশন, অর্থাৎ বাইকিং ও স্কেটিং, দুটোই সেফলি করা যাবে।

৯। Hornit Mini Lid

এই হেলমেট একই সময় বাজেট ফ্রেন্ডলি, স্টাইলিশ ও সেইফ। তবে এটি শুধু বাইক চালানোর জন্যই সার্টিফাইড। তাই একাধিক স্পোর্টে অংশগ্রহণ করাতে চাইলে এই হেলমেট নেয়া উচিত হবে না।

১০। Kali Maya Full Face Child

লিস্টে একটি ফুল-ফেইস হেলমেট রাখা উচিত বলে মনে হলো, তাই এটি রাখা। ফুল ফেইস কভার করার কারণে এই হেলমেটগুলো কিছুটা ভারি হয়, তাই বাচ্চারা সহজে পরতে চায় না, আবার মুখ ঢেকে যাওয়াতে অনেক বাচ্চা অস্বস্তি বোধ করে।

তবে যেই অভিভাবকরা বাচ্চার সেইফটির জন্য এক্সট্রা-মাইল যেতে রাজি থাকেন, তারা অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারেন। যদি বাচ্চার বিশেষ অসুবিধা না হয়, তাহলে ফুল-ফেইস হেলমেটগুলোই সেরা। দামে কিছুটা বেশি হলেও, অন্যান্য হেলমেটগুলোর চাইতে এই হেলমেটগুলো অনেক বেশি নিরাপদ।

কীভাবে বাচ্চাদের সঠিক হেলমেট সিলেক্ট করবেন?

হেলমেট শুধু পরলেই হবে, বাচ্চার জন্য সঠিক হেলমেট সিলেক্ট করাটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। নিম্নোক্ত বিষয়গুলো খেয়ার রাখার মাধ্যমে আপনি বাচ্চার জন্য সঠিক হেলমেটটি সিলেক্ট করতে পারবেন।

  • সঠিক সাইজঃ হেলমেট ক্রয় করার আগে অবশ্যই বাচ্চার মাথার সাইজ মেপে নিবেন। বাচ্চা সাথে না থাকলে ইঞ্চি টেইপ দিয়ে মেপে নিয়ে যেতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় যদি বাচ্চাকে সাথে নিয়ে গিয়ে হেলমেট ক্রয় করেন। অনেক টাইট বা অনেক লুজ হেলমেট ক্রয় করা থেকে বিরত থাকুন।
  • হেলমেট টাইপঃ বাজারে অনেক ধরণের হেলমেট পাওয়া যায়। কিছু হেলমেটে সিঙ্গেল সার্টিফিকেশন থাকে, আবার কিছুতে থাকে ডুয়াল সার্টিফিকেশন। শুধু বাইক রাইড করার জন্য সিঙ্গেল সার্টিফিকেশনের হেলমেট যথেষ্ট। আর যদি সবধরণের স্পোর্টের জন্য হেলমেট নিতে চান, তাহলে ডুয়াল সার্টিফেকশনের হেলমেট কিনুন। আপনার বাচ্চা যদি কমফোর্টেবল ফিল করে, তাহলে ফুল ফেইস হেলমেট কিনে দিন।
  • ডিউর‍্যাবিলিটিকে গুরুত্বঃ হেলমেটের কাজ হচ্ছে মাথাকে সেইফ রাখা। আপনার বাচ্চার যদি নিয়মিত বাইকে চড়তে হয়, তাহলে হেলমেট ক্রয় হতে পারে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই হেলমেট ক্রয় করার সময় ভালো ম্যাটারিয়ালের হেলমেট কিনুন। বাজে ম্যাটারিয়ালের হেলমেট ক্রয় করলে সময়ের সাথে সাথে তার ডিউর‍্যাবিলিটি কমে যেতে পারে।
  • স্বস্তা হেলমেট এড়িয়ে চলুনঃ বাজারে প্লাস্টিকের তৈরি অনেক হালকা ও স্বস্তা হেলমেট পাওয়া যায়। সেগুলোকে এড়িয়ে চলতে হবে। স্বস্তা হেলমেট হালকা আঘাতে ভেঙে যেতে পারে, তাই আপনার বাচ্চার মাথা সেইফ রাখার ক্ষেত্রে সেগুলো বিশেষ কার্যকর নয়। তবে ভালো হেলমেট ক্রয় করার পর মোটরসাইকেল হেলমেটের যত্ন নিতে ভুলবেন না যেন।
  • অ্যাডযাস্টেবল হেলমেট কিনুনঃ হেলমেট ক্রয় করার সময় অবশ্যই ঠিক কতোটা অ্যাডযাস্ট করা যায় তা দেখে কিনবেন। এতে করে বাচ্চা বড় হলেও, একটি হেলমেট অনেকদিন ধরে পরতে পারবে।
  • ভেন্টিলেশন সিস্টেম আছে এমন হেলমেট কিনুনঃ সাইকেল চালানোর সময় সাধারণত শিশুরা অনেক বেশি ঘামে। অনেক সময় ধরে মাথায় ঘাম থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই এমন হেলমেট কিনুন যেটিতে ভালো ভেন্টিলেশন সিস্টেম রয়েছে, এতে করে মাথা ঘামলেও খুব দ্রুত শুকিয়ে যাবে।

পরিসংহার

আশা করি বাজারের সেরা বাচ্চাদের বাইক হেলমেটগুলো সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা দিতে পেরেছি। আর বাচ্চাদের বাইক হেলমেট ক্রয় করার সময় অবশ্যই উপরে উল্লেখ করা বিষয়গুলো খেয়াল রাখুন। এতে করে বাচ্চার সর্বোচ্চ সেফটি এনশিওর করা সম্ভব হবে।

অনুরূপ খবর

  • Auto Parts & Accessories

    ব্যাটারি চালিত উত্তপ্ত মোটরসাইকেল গিয়ার সম্পর্কে আলোচনা

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    শীতকালের জন্য ৫টি সেরা মোটরসাইকেল জ্যাকেট সম্পর্কে আলোচনা

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    ৫টি সেরা মোটরসাইকেল বুট সম্পর্কে বিস্তারিত আলোচনা

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    মহিলাদের জন্য ৫টি সেরা মোটরসাইকেল রেইন গিয়ার

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    মোটরসাইকেল বুট ক্রেতাদের জন্য গাইডলাইন

    time
    7 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    প্রতিরক্ষামূলক মোটরসাইকেল বুট সম্পর্কে বিস্তারিত আলোচনা

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    ২০২৩ সালে ৫টি সেরা মোটরসাইকেলের হর্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা

    time
    5 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    মোটরবাইকের স্ট্র্যাপের ধরণ নিয়ে আলোচনা

    time
    3 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    CE Rated মোটরসাইকেল গিয়ার বোঝার এবং বেছে নেওয়ার উপায়

    time
    4 মিনিটে পড়া যাবে
  • Auto Parts & Accessories

    মোটরসাইকেল চালানোর পোশাক বলতে কি বোঝায় ? বিস্তারিত আলোচনা

    time
    4 মিনিটে পড়া যাবে

সর্বশেষ গাড়ির রিভিউ

  • Suzuki Alto K10 2015

    Hatchback

    ৳ 800K - 1.2M

  • Toyota Aqua 2014

    Hatchback

    ৳ 1.5M - 1.6M

  • Suzuki Swift 2017

    Hatchback

    ৳ 1.7M - 2.2M

  • Toyota Vitz 2017

    Hatchback

    ৳ 1.8M - 2.3M

  • Nissan Leaf 2014

    Hatchback

    ৳ 4M - 6M

  • Mitsubishi Montero 2015

    SUV & 4X4

    ৳ 6.5M - 8.6M

  • Suzuki Wagon R 2018

    Hatchback

    ৳ 750K - 1.1M

  • Honda Civic 2019

    Saloon & Sedan

    ৳ 3.5M - 4.5M

  • Land Rover Defender 2020

    SUV & 4X4

    ৳ 14M - 18M

  • Mitsubishi Lancer 2017

    Saloon & Sedan

    ৳ 2.5M - 3M

  • Toyota Axio 2016

    Saloon & Sedan

    ৳ 1.8M - 2.4M

  • Toyota Premio G Superior 2018

    Saloon & Sedan

    ৳ 2.3M - 3M

সর্বশেষ বাইকের রিভিউ

  • Hero Ignitor 125 2020 IBS

    ৳ 115.7K - 128.5K

  • Honda X-Blade 160 ABS

    ৳ 194.9K - 216.5K

  • Honda Livo 110 Drum

    ৳ 107.9K - 119.9K

  • Keeway TXM 150

    ৳ 161.1K - 179K

  • Suzuki Gixxer Monotone

    ৳ 182K - 192K

  • Suzuki Gixxer SF Matt Plus

    ৳ 315K - 350K

  • Yamaha R15 S

    ৳ 409.5K - 455K

  • Hero Hunk 150 R Dual Disc ABS

    ৳ 166.1K - 232K

  • TVS Apache RTR 165 RP

    ৳ 297K - 360K

  • Suzuki Intruder FI ABS

    ৳ 247.5K - 320K

  • Suzuki Bandit 150

    ৳ 288K - 320K

  • KTM RC 125

    ৳ 333K - 566K

hero

Bikroy এ মাত্র ২ মিনিটে আপনার গাড়ি বা মোটরবাইকের বিজ্ঞাপন দিন!