মহিলাদের জন্য ৫টি সেরা মোটরসাইকেল রেইন গিয়ার

4 মিনিটে পড়া যাবে

4 মিনিটে পড়া যাবে

বৃষ্টির মাঝে বাইক চালানো বেশ কষ্টসাধ্য একটি কাজ। বিশেষ করে বর্ষাকালে যখন দিনভর বৃষ্টি হচ্ছে তখন তো আর সারাদিন ঘরে বসে থাকা যায় না। বৃষ্টির মাঝে বের হতে চাইলে প্রয়োজন চমৎকার রেইন গিয়ার। বৃষ্টির মাঝে রেইন গিয়ার পরে বের হলে আপনাকে অযথা কোথাও সময় নষ্ট করতে হবে না, বরং বৃষ্টির মাঝেই আস্তে আস্তে নিজের গন্তব্যে পৌছে যেতে পারবেন। তাই আজকের লেখায় সেরা কিছু মহিলাদের মোটরসাইকেল রেইন গিয়ার সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো।
## ১. ওম্যান’স হারলে-ডেভিডসন অরেঞ্জ হাই-ভিস রেইন স্যুট
হারলে-ডেভিডসনের প্রোডাক্ট মানেই হাই কোয়ালিটি। তাদের অন্যসব প্রোডাক্টের মতো এটিও বেশ হাই কোয়ালিটির একটি রেইন স্যুট। লার্জ সাইজ কিনে নিলে এর নিচে বেশ সহজেই আপনি জ্যাকেট ও প্যান্ট পরে নিতে পারবেন। আবার বৃষ্টি থেমে যাওয়ার পর এটি ক্যারি করতেও আপনাকে বেশি বেগ পোহাতে হবে না।
সাইজে বেশ কমপ্যাক্ট হওয়ার কারণে এটি আপনি বেশ সহজেই আপনার স্যাডেল ব্যাগ বা টেইল ব্যাগে ক্যারি করতে পারবেন। আর রেইন স্যুটটির সাথে আলাদা আলাদা একটি ওয়াটারপ্রুফ ব্যাগ তো থাকছেই।
স্যুটের বাইরের অংশে থাকছে দুইটি পকেট। আর পরা বা খোলার জন্য থাকছে ডাবল জিপার সিস্টেম, অর্থাৎ বাইক চালানোর সময় আপনার সুবিধা মতো যেভাবে ইচ্ছা এটি খুলে ফেলতে পারবেন।
হাতের কব্জির অংশে আছে ইলাস্টিক এবং তার উপর একটি টাইটনিং স্ট্র্যাপ। অর্থাৎ, হাতের অংশে কোনো ধরণের অস্বস্তি অনুভব করতে হবে না।
প্যান্টের কোমরের অংশে ও পায়ের অংশেও থাকছে ইলাস্টিক। তাই এটি মহিলাদের সবচেয়ে কমফোর্টেবল মোটরসাইকেল রেইন গিয়ারগুলোর মাঝে একটি।
## ২. ট্যুর মাস্টার ওম্যান’স রেইন স্যুট
এই স্যুটের জ্যাকেট ও প্যান্ট ওয়াটারপ্রুফ নাইলন শেল দ্বারা তৈরি। তাই অন্যান্য রেইন স্যুটের তুলনায় এটি ওজনে বেশ হালকা। আবার নাইলন শেলের মধ্য দিয়ে বেশ সহজেই বায়ু চলাচল করতে পারে। তাই বৃষ্টি থেমে গেলেও এটি পরে থাকতে পারবেন, অতিরিক্ত গরমে সেদ্ধ হতে হবে না।
আবার বগলের নিচে জিপার থাকছে, তাই গরম লাগলে সেই জিপার খুলে রাখতে পারবেন। এই জ্যাকেটটি’ও আপনি অন্য কোনো জ্যাকেটের উপর পরতে পারবেন, শুধু সাইজে কিছুটা বড় কিনে নিলেই হবে।
ছোট জিনিস ক্যারি করার জন্য জ্যাকেট ও প্যান্টে থাকছে একাধিক পকেট। এর পাশাপাশি প্যান্টের নিচের দিকে চেইন সিস্টেম রয়েছে, তাই চাইলে নিজের ইচ্ছানুযায়ী ফিট করে নিতে পারবেন। আর এই স্যুটের সাথে কোম্পানী একটি ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে দিবে। তবে প্রথম স্যুটের তুলনায় এটি সাইজে কিছুটা বড়। তবে এটি সেরা মোটরসাইকেল রেইন গিয়ারগুলোর মাঝে নিঃসন্দেহে একটি।
## ৩. জন ডিয়্যির ইউনিসেন্স হাই ভিজিবিলিটি আনসি ক্লাস ৩ রেইন স্যুট জ্যাকেট
আপনার যদি রাতে বাইক চালাতে হয় তাহলে এই স্যুটটি আপনার জন্য। এটি হাইলি-রেফলেক্টিভ ম্যাটারিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তাই রাতের আলোতেও বেশ ভালোভাবে ভিজিবল থাকে এটি। এটি মূলত একটি ইউনিসেক্স জ্যাকেট।
এই জ্যাকেটের ম্যাটারিয়াল বেশ ডিউরেবল এবং রাইডারদের গরম থাকতে সাহায্য করে। আবার জ্যাকেটের সামনে একটি স্টর্ম ফ্ল্যাপ থাকবে, তাই কোনোভাবেই বৃষ্টির পানির সংস্পর্শে আসার সম্ভাবনা নেই।
## ৪. রেইনস্যুট উইথ অ্যাটিচিউড ফ্রম হারলে-ডেভিডসন
হারলে-ডেভিডসন কোম্পানীর আরো একটি আকর্ষনীয় রেইন স্যুট এটি। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই স্যুটে বিশেষ হলোগ্রাম ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যার কারণে এর রঙ কখনো বেগুনী আবার কখনো নীল দেখা যায়।
পুরো স্যুটটি নাইলন দ্বারা তৈরি এবং হুক ও লুপ ক্লোজার সিস্টেমের জিপার রয়েছে। প্যান্টের ভেতর এক ধরণের হিট-শিল্ড ব্যবহার করা হয়েছে, তাই অতিরিক্ত গরম অনুভব করার কোনো সম্ভাবনা নেই। আবার এই স্যুটের সাথে একটি ম্যাচিং হেলমেটও পেয়ে যাবেন।
## ৫. ফ্রগ টগ’স ওম্যান’স ক্লাসিক অল-পারপাস ওয়াটারপ্রুফ ব্রিদেবল রেইন স্যুট
এই স্যুটটি শতভাগ পলিপ্রপেলিন দ্বারা তৈরি। সামনে থাকছে একটি জিপার ক্লোজার সিস্টেম। যেহেতু পলিপ্রপেলিন দ্বারা তৈরি, তাই সহজেই এটি ওয়াশিং মেশিন দিয়ে ক্লিন করা যাবে।
জ্যাকেটের হুড সম্পূর্ণ অ্যাডযাস্টেবল ও রিমুভেবল। জিপারের উপর থাকছে একটি স্টর্ম ফ্ল্যাপ ও হাতার অংশে থাকছে ইলাস্টিক। তাই এই স্যুট পরে চলাচল করতে কোনো ধরণের সমস্যা ফেইস করতে হবে না।
প্যান্টের কোমর ও পায়ের অংশ পুরোপুরি অ্যাডযাস্টেবল। তাই কিছুটা বড় সাইজ কিনলেও নিজের ইচ্ছানুযায়ী ফিট করে নিতে পারবেন। তবে প্যান্টে থাকছে না কোনো পকেট।
পুরো স্যুটটি ওজনে বেশ হালকা ও কমপ্যাক্ট হওয়ায় ব্যাকপ্যাকে ক্যারি করতে কোনো সমস্যা ফেস করতে হবে না। আর এটি এই লিস্টের সবচেয়ে অ্যাফোর্ডেবল মোটরসাইকেল রেইন গিয়ার।
## পরিসংহার
আপনার নিকটস্থ কোনো বাইক অ্যাক্সেসরিজ শপে গেলেই এই চমৎকার রেইন স্যুটগুলো পেয়ে যাবেন। প্রয়োজনে অ্যামাজন বা আলিবাবা থেকেই আনিয়ে নিতে পারবেন। তবে আপনাকে আগেই ঠিক করে নিতে হবে যে আপনার রেইন স্যুট নাকি রেইন কোট প্রয়োজন।
## ১. ওম্যান’স হারলে-ডেভিডসন অরেঞ্জ হাই-ভিস রেইন স্যুট
হারলে-ডেভিডসনের প্রোডাক্ট মানেই হাই কোয়ালিটি। তাদের অন্যসব প্রোডাক্টের মতো এটিও বেশ হাই কোয়ালিটির একটি রেইন স্যুট। লার্জ সাইজ কিনে নিলে এর নিচে বেশ সহজেই আপনি জ্যাকেট ও প্যান্ট পরে নিতে পারবেন। আবার বৃষ্টি থেমে যাওয়ার পর এটি ক্যারি করতেও আপনাকে বেশি বেগ পোহাতে হবে না।
সাইজে বেশ কমপ্যাক্ট হওয়ার কারণে এটি আপনি বেশ সহজেই আপনার স্যাডেল ব্যাগ বা টেইল ব্যাগে ক্যারি করতে পারবেন। আর রেইন স্যুটটির সাথে আলাদা আলাদা একটি ওয়াটারপ্রুফ ব্যাগ তো থাকছেই।
স্যুটের বাইরের অংশে থাকছে দুইটি পকেট। আর পরা বা খোলার জন্য থাকছে ডাবল জিপার সিস্টেম, অর্থাৎ বাইক চালানোর সময় আপনার সুবিধা মতো যেভাবে ইচ্ছা এটি খুলে ফেলতে পারবেন।
হাতের কব্জির অংশে আছে ইলাস্টিক এবং তার উপর একটি টাইটনিং স্ট্র্যাপ। অর্থাৎ, হাতের অংশে কোনো ধরণের অস্বস্তি অনুভব করতে হবে না।
প্যান্টের কোমরের অংশে ও পায়ের অংশেও থাকছে ইলাস্টিক। তাই এটি মহিলাদের সবচেয়ে কমফোর্টেবল মোটরসাইকেল রেইন গিয়ারগুলোর মাঝে একটি।
## ২. ট্যুর মাস্টার ওম্যান’স রেইন স্যুট
এই স্যুটের জ্যাকেট ও প্যান্ট ওয়াটারপ্রুফ নাইলন শেল দ্বারা তৈরি। তাই অন্যান্য রেইন স্যুটের তুলনায় এটি ওজনে বেশ হালকা। আবার নাইলন শেলের মধ্য দিয়ে বেশ সহজেই বায়ু চলাচল করতে পারে। তাই বৃষ্টি থেমে গেলেও এটি পরে থাকতে পারবেন, অতিরিক্ত গরমে সেদ্ধ হতে হবে না।
আবার বগলের নিচে জিপার থাকছে, তাই গরম লাগলে সেই জিপার খুলে রাখতে পারবেন। এই জ্যাকেটটি’ও আপনি অন্য কোনো জ্যাকেটের উপর পরতে পারবেন, শুধু সাইজে কিছুটা বড় কিনে নিলেই হবে।
ছোট জিনিস ক্যারি করার জন্য জ্যাকেট ও প্যান্টে থাকছে একাধিক পকেট। এর পাশাপাশি প্যান্টের নিচের দিকে চেইন সিস্টেম রয়েছে, তাই চাইলে নিজের ইচ্ছানুযায়ী ফিট করে নিতে পারবেন। আর এই স্যুটের সাথে কোম্পানী একটি ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে দিবে। তবে প্রথম স্যুটের তুলনায় এটি সাইজে কিছুটা বড়। তবে এটি সেরা মোটরসাইকেল রেইন গিয়ারগুলোর মাঝে নিঃসন্দেহে একটি।
## ৩. জন ডিয়্যির ইউনিসেন্স হাই ভিজিবিলিটি আনসি ক্লাস ৩ রেইন স্যুট জ্যাকেট
আপনার যদি রাতে বাইক চালাতে হয় তাহলে এই স্যুটটি আপনার জন্য। এটি হাইলি-রেফলেক্টিভ ম্যাটারিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তাই রাতের আলোতেও বেশ ভালোভাবে ভিজিবল থাকে এটি। এটি মূলত একটি ইউনিসেক্স জ্যাকেট।
এই জ্যাকেটের ম্যাটারিয়াল বেশ ডিউরেবল এবং রাইডারদের গরম থাকতে সাহায্য করে। আবার জ্যাকেটের সামনে একটি স্টর্ম ফ্ল্যাপ থাকবে, তাই কোনোভাবেই বৃষ্টির পানির সংস্পর্শে আসার সম্ভাবনা নেই।
## ৪. রেইনস্যুট উইথ অ্যাটিচিউড ফ্রম হারলে-ডেভিডসন
হারলে-ডেভিডসন কোম্পানীর আরো একটি আকর্ষনীয় রেইন স্যুট এটি। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই স্যুটে বিশেষ হলোগ্রাম ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যার কারণে এর রঙ কখনো বেগুনী আবার কখনো নীল দেখা যায়।
পুরো স্যুটটি নাইলন দ্বারা তৈরি এবং হুক ও লুপ ক্লোজার সিস্টেমের জিপার রয়েছে। প্যান্টের ভেতর এক ধরণের হিট-শিল্ড ব্যবহার করা হয়েছে, তাই অতিরিক্ত গরম অনুভব করার কোনো সম্ভাবনা নেই। আবার এই স্যুটের সাথে একটি ম্যাচিং হেলমেটও পেয়ে যাবেন।
## ৫. ফ্রগ টগ’স ওম্যান’স ক্লাসিক অল-পারপাস ওয়াটারপ্রুফ ব্রিদেবল রেইন স্যুট
এই স্যুটটি শতভাগ পলিপ্রপেলিন দ্বারা তৈরি। সামনে থাকছে একটি জিপার ক্লোজার সিস্টেম। যেহেতু পলিপ্রপেলিন দ্বারা তৈরি, তাই সহজেই এটি ওয়াশিং মেশিন দিয়ে ক্লিন করা যাবে।
জ্যাকেটের হুড সম্পূর্ণ অ্যাডযাস্টেবল ও রিমুভেবল। জিপারের উপর থাকছে একটি স্টর্ম ফ্ল্যাপ ও হাতার অংশে থাকছে ইলাস্টিক। তাই এই স্যুট পরে চলাচল করতে কোনো ধরণের সমস্যা ফেইস করতে হবে না।
প্যান্টের কোমর ও পায়ের অংশ পুরোপুরি অ্যাডযাস্টেবল। তাই কিছুটা বড় সাইজ কিনলেও নিজের ইচ্ছানুযায়ী ফিট করে নিতে পারবেন। তবে প্যান্টে থাকছে না কোনো পকেট।
পুরো স্যুটটি ওজনে বেশ হালকা ও কমপ্যাক্ট হওয়ায় ব্যাকপ্যাকে ক্যারি করতে কোনো সমস্যা ফেস করতে হবে না। আর এটি এই লিস্টের সবচেয়ে অ্যাফোর্ডেবল মোটরসাইকেল রেইন গিয়ার।
## পরিসংহার
আপনার নিকটস্থ কোনো বাইক অ্যাক্সেসরিজ শপে গেলেই এই চমৎকার রেইন স্যুটগুলো পেয়ে যাবেন। প্রয়োজনে অ্যামাজন বা আলিবাবা থেকেই আনিয়ে নিতে পারবেন। তবে আপনাকে আগেই ঠিক করে নিতে হবে যে আপনার রেইন স্যুট নাকি রেইন কোট প্রয়োজন।