শীতকালের জন্য ৫টি সেরা মোটরসাইকেল জ্যাকেট সম্পর্কে আলোচনা

4 মিনিটে পড়া যাবে

4 মিনিটে পড়া যাবে

বর্তমান সময়ে মোটরবাইক যতটা না শখের বাহন তার চেয়ে বেশি প্রয়োজনীয় বাহন হয়ে উঠেছে আমাদের প্রতিদিনের জীবনে। দূরের কোনো গন্তব্যে দ্রুত পৌঁছাতে কিংবা যানযট এড়াতে আমরা কমবেশি সকলেই মোটরবাইক ব্যবহার করে থাকি। কখনো নিজে রাইড করে আবার কখনো বা রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে। হাইওয়ে রাইডিং কিংবা ফাস্ট রাইডিং এর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বাতাসের মাঝে ব্যালেন্স বজায় রাখা। আর এজন্য সবচেয়ে কার্যকর মোটরবাইক এক্সেসরিজ হলো মোটরসাইকেল জ্যাকেট। এই জ্যাকেট একদিকে যেমন বাতাস কেটে রাইডারকে সামনে এগিয়ে যেতে অ্যারোডাইনামিক বুস্ট দিবে, অপরদিকে দিবে শারীরিক সুরক্ষা। আর ঠান্ডা থেকে শরীরকে সুরক্ষা দেওয়া তো আছেই। তাই আজকের লেখায় আমরা শীতে বাইক রাইড এ জরুরি এবং সেরা পাঁচটি জ্যাকেট সম্পর্কে জানবো এবং বাজারে এই মোটরবাইক গিয়ার এর দাম কেমন সেটিও জানার চেষ্টা করবো।
## ১. ICON Automag 2 CE D30 জ্যাকেট
বাজারের সেরা এবং প্রিমিয়াম জ্যাকেটের ভেতর সবার উপরে থাকবে ICON Automag 2 CE D30 জ্যাকেটটি। কেননা এতে দেওয়া আছে সিই সার্টিফাইড ডি৩০ আর্মর যা ঠাণ্ডায় চমৎকার সুরক্ষা দিয়ে থাকে। সাথে আছে রিমুভেবল ইনসুলেটেড লাইনার যা শীতকালে দেয় ১০০ তে ১০০ ঠাণ্ডা থেকে সুরক্ষা। পাশাপাশি জ্যাকেটটিতে আছে বেশ কিছু এডজ্যাস্টেবল পয়েন্টস যা নিশ্চিত করে আরামদায়ক এবং সঠিক ফিট। বাংলাদেশের বাজারে এই জ্যাকেটের মূল্য ১৮,৯০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান গিয়ারএক্স বাংলাদেশ।
## ২. Alpinestars T-Scream জ্যাকেট
বাজারে সেরা এবং প্রিমিয়াম জ্যাকেটের ভেতর যেসকল মোটরবাইক এক্সেসরিজ আছে Alpinestars T-Scream জ্যাকেট তার মধ্যে অন্যতম। এতে আছে ড্রাইস্টার ওয়াটারপ্রুফ মেম্ব্রেন এবং থার্মাল লাইনার যা ঠান্ডায় রাইডারকে রাখে শুষ্ক এবং উষ্ণ। এছাড়া জ্যাকেটিতে আছে বায়ু চলাচলের ব্যবস্থা যা রাইডারের দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। সাথে আছে রিফ্লেক্টিভ সিস্টেম যা রাতের বেলা বিশেষ করে শীতের রাতে রাস্তায় রাইডারের দৃশ্যমানতা বাড়ায়। জ্যাকেটটি সিই সার্টিফাইড হালকা ওজনের হওয়ার বাইকারদের কাছে এটি বেশ পছন্দনীয়। বাংলাদেশের বাজারে এই জ্যাকেটের মূল্য ১৭,৫০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠানও গিয়ারএক্স বাংলাদেশ।
## ৩. SCOYCO Riding Jacket (JK-72) জ্যাকেট
শীতকালের সেরা মোটরসাইকেল জ্যাকেট এর তালিকায় আছে SCOYCO Riding Jacket (JK-72) এই জ্যাকেটটি। হাই হোয়ালিটি ম্যাটেরিয়ালে তৈরি এই জ্যাকেটে আছে রিমুভেবল থার্মাল লাইনার, ভেন্টিলেশন জিপার এবং বেশ কয়েকটি পকেট। রিমুভেবল থার্মাল লাইনার থাকার দরুন শুধু শিতেই নয় চাইলে অন্যান্য সময় ব্যবহার করা যায় এই জ্যাকেট। এছাড়া জ্যাকেটটি পানি এবং বায়ু প্রতিরোধ করতে পারে। তাই শীতকালে বাইকারদের ঠাণ্ডা বাতাস বা অবাঞ্ছিত বৃষ্টির পানির হাত থেকে রক্ষা করে এই জ্যাকেট। বাংলাদেশে বর্তমানে এই জ্যাকেটের মূল্য ১৪,৫০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ভালকান লাইফস্টাইল।
## ৪. GearX 3D Mesh Blue জ্যাকেট
GearX 3D Mesh Blue জ্যাকেটটি শীতকালের জন্য এককথায় আদর্শ না হলেও হালকা শীতে বাইক রাইডিং এ পরা যায় এই জ্যাকেটটি। থ্রি ডি মেশ ম্যাটেরিয়াল হলেও এতে আছে ৭০% কর্ডুরা মাল্টি ফেব্রিক যা সকল ঋতুতে পরার উপযুক্ত। সাথে ওয়াটারপ্রুফ এবং ডিটেচেবল থার্মাল লাইনার তো আছেই। মাত্র ১৬০০ গ্রাম ওজনের এই জ্যাকেটের সিই সার্টিফাইড ভেস্ট নিশ্চিত করে সম্পূর্ণ সুরক্ষা এবং এই জ্যাকেটে আছে এডজাস্ট সিস্টেম। রাইডার নিজের ফিট অনুযায়ী এডজাস্ট করে নিতে পারবেন এই জ্যাকেট সহজেই। বাংলাদেশে বর্তমানে এই জ্যাকেটের মূল্য ১১,৯৯০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো গিয়ারএক্স বাংলাদেশ।
## ৫. Scoyco Riding Jacket (JK-36C) জ্যাকেট
কর্ডুরা ফ্যাব্রিক দিয়ে তৈরি এই জ্যাকেটে আছে ডিটেচেবল থার্মাল লাইনার, ওয়াটারপ্রুফ জিপার, রিফ্লেক্টিভ সিস্টেম এবং ইচ্ছামতো এডজাস্ট করার সুবিধা। কর্ডুরা ফ্যাব্রিক দিয়ে তৈরি বলে Scoyco Riding Jacket (JK-36C) জ্যাকেট এর টেকে বছরের পর বছর। ওয়াটারপ্রুফ জিপার ও ডিটেচেবল থার্মাল লাইনার থাকার কারণে একদিকে যেমন শীতে এটি রাইডারকে দেয় সুরক্ষা; তেমনি শীতকাল বাদেও ব্যবহার করা যায় এই জ্যাকেট। জ্যাকেটের রিফ্লেক্টিভ সিস্টেম রাতের বেলা রাস্তায় রাইডারের দৃশ্যমানতা বাড়ায় সহায়তা করে। বাংলাদেশে বর্তমানে এই জ্যাকেটের মূল্য ৮,০০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ভালকান লাইফস্টাইল।
শীতে বাইক রাইড এর জন্য মোটরসাইকেল জ্যাকেট এর বিকল্প নেই। তাই ভালো জ্যাকেট নির্বাচন করা খুবই প্রয়োজনীয়। তাই কেনার সময় বাজেট, মাল্টি ফেব্রিক শেল, ফিটিং, লাইট ওয়েট কিনা এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে।
মোটরবাইকের প্রয়োজনীয় আনুষঙ্গিক সম্পর্কিত যেকোনো তথ্য পেতে চোখ রাখুন MotorGuide-এ। এছাড়া ২০২৩ সালের মোটরবাইকের বাজার জানতে ভিজিট করুন দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ।
## ১. ICON Automag 2 CE D30 জ্যাকেট
বাজারের সেরা এবং প্রিমিয়াম জ্যাকেটের ভেতর সবার উপরে থাকবে ICON Automag 2 CE D30 জ্যাকেটটি। কেননা এতে দেওয়া আছে সিই সার্টিফাইড ডি৩০ আর্মর যা ঠাণ্ডায় চমৎকার সুরক্ষা দিয়ে থাকে। সাথে আছে রিমুভেবল ইনসুলেটেড লাইনার যা শীতকালে দেয় ১০০ তে ১০০ ঠাণ্ডা থেকে সুরক্ষা। পাশাপাশি জ্যাকেটটিতে আছে বেশ কিছু এডজ্যাস্টেবল পয়েন্টস যা নিশ্চিত করে আরামদায়ক এবং সঠিক ফিট। বাংলাদেশের বাজারে এই জ্যাকেটের মূল্য ১৮,৯০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান গিয়ারএক্স বাংলাদেশ।
## ২. Alpinestars T-Scream জ্যাকেট
বাজারে সেরা এবং প্রিমিয়াম জ্যাকেটের ভেতর যেসকল মোটরবাইক এক্সেসরিজ আছে Alpinestars T-Scream জ্যাকেট তার মধ্যে অন্যতম। এতে আছে ড্রাইস্টার ওয়াটারপ্রুফ মেম্ব্রেন এবং থার্মাল লাইনার যা ঠান্ডায় রাইডারকে রাখে শুষ্ক এবং উষ্ণ। এছাড়া জ্যাকেটিতে আছে বায়ু চলাচলের ব্যবস্থা যা রাইডারের দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। সাথে আছে রিফ্লেক্টিভ সিস্টেম যা রাতের বেলা বিশেষ করে শীতের রাতে রাস্তায় রাইডারের দৃশ্যমানতা বাড়ায়। জ্যাকেটটি সিই সার্টিফাইড হালকা ওজনের হওয়ার বাইকারদের কাছে এটি বেশ পছন্দনীয়। বাংলাদেশের বাজারে এই জ্যাকেটের মূল্য ১৭,৫০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠানও গিয়ারএক্স বাংলাদেশ।
## ৩. SCOYCO Riding Jacket (JK-72) জ্যাকেট
শীতকালের সেরা মোটরসাইকেল জ্যাকেট এর তালিকায় আছে SCOYCO Riding Jacket (JK-72) এই জ্যাকেটটি। হাই হোয়ালিটি ম্যাটেরিয়ালে তৈরি এই জ্যাকেটে আছে রিমুভেবল থার্মাল লাইনার, ভেন্টিলেশন জিপার এবং বেশ কয়েকটি পকেট। রিমুভেবল থার্মাল লাইনার থাকার দরুন শুধু শিতেই নয় চাইলে অন্যান্য সময় ব্যবহার করা যায় এই জ্যাকেট। এছাড়া জ্যাকেটটি পানি এবং বায়ু প্রতিরোধ করতে পারে। তাই শীতকালে বাইকারদের ঠাণ্ডা বাতাস বা অবাঞ্ছিত বৃষ্টির পানির হাত থেকে রক্ষা করে এই জ্যাকেট। বাংলাদেশে বর্তমানে এই জ্যাকেটের মূল্য ১৪,৫০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ভালকান লাইফস্টাইল।
## ৪. GearX 3D Mesh Blue জ্যাকেট
GearX 3D Mesh Blue জ্যাকেটটি শীতকালের জন্য এককথায় আদর্শ না হলেও হালকা শীতে বাইক রাইডিং এ পরা যায় এই জ্যাকেটটি। থ্রি ডি মেশ ম্যাটেরিয়াল হলেও এতে আছে ৭০% কর্ডুরা মাল্টি ফেব্রিক যা সকল ঋতুতে পরার উপযুক্ত। সাথে ওয়াটারপ্রুফ এবং ডিটেচেবল থার্মাল লাইনার তো আছেই। মাত্র ১৬০০ গ্রাম ওজনের এই জ্যাকেটের সিই সার্টিফাইড ভেস্ট নিশ্চিত করে সম্পূর্ণ সুরক্ষা এবং এই জ্যাকেটে আছে এডজাস্ট সিস্টেম। রাইডার নিজের ফিট অনুযায়ী এডজাস্ট করে নিতে পারবেন এই জ্যাকেট সহজেই। বাংলাদেশে বর্তমানে এই জ্যাকেটের মূল্য ১১,৯৯০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো গিয়ারএক্স বাংলাদেশ।
## ৫. Scoyco Riding Jacket (JK-36C) জ্যাকেট
কর্ডুরা ফ্যাব্রিক দিয়ে তৈরি এই জ্যাকেটে আছে ডিটেচেবল থার্মাল লাইনার, ওয়াটারপ্রুফ জিপার, রিফ্লেক্টিভ সিস্টেম এবং ইচ্ছামতো এডজাস্ট করার সুবিধা। কর্ডুরা ফ্যাব্রিক দিয়ে তৈরি বলে Scoyco Riding Jacket (JK-36C) জ্যাকেট এর টেকে বছরের পর বছর। ওয়াটারপ্রুফ জিপার ও ডিটেচেবল থার্মাল লাইনার থাকার কারণে একদিকে যেমন শীতে এটি রাইডারকে দেয় সুরক্ষা; তেমনি শীতকাল বাদেও ব্যবহার করা যায় এই জ্যাকেট। জ্যাকেটের রিফ্লেক্টিভ সিস্টেম রাতের বেলা রাস্তায় রাইডারের দৃশ্যমানতা বাড়ায় সহায়তা করে। বাংলাদেশে বর্তমানে এই জ্যাকেটের মূল্য ৮,০০০ টাকা এবং এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ভালকান লাইফস্টাইল।
শীতে বাইক রাইড এর জন্য মোটরসাইকেল জ্যাকেট এর বিকল্প নেই। তাই ভালো জ্যাকেট নির্বাচন করা খুবই প্রয়োজনীয়। তাই কেনার সময় বাজেট, মাল্টি ফেব্রিক শেল, ফিটিং, লাইট ওয়েট কিনা এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে।
মোটরবাইকের প্রয়োজনীয় আনুষঙ্গিক সম্পর্কিত যেকোনো তথ্য পেতে চোখ রাখুন MotorGuide-এ। এছাড়া ২০২৩ সালের মোটরবাইকের বাজার জানতে ভিজিট করুন দেশের সেরা মোটরবাইক মার্কেটপ্লেস Bikroy-এ।