বাংলাদেশের ৫ টি সেরা সুজুকি স্পোর্টস বাইক সম্পর্কে আলোচন
সুজুকি কোম্পানি অতি জনপ্রিয় হওয়ার একটা অন্যতম কারণ সুজুকি স্পোর্টস বাইক। সুজুকির এক একটা স্পোর্টস বাইক যেকোনো ভালো ব্র্যান্ডের বাইকের সাথে অনায়াসে তুলনা করা যাবে। আর এই জন্যই তরুণ রাইডারদের এতো ঝোঁক সুজুকি স্পোর্টস বাইক-এর প্রতি। এই বাইকগুলো ডিজাইনে যেমন আকর্ষণীয়, তেমনি পারফরম্যান্সেও খুবই অসাধারণ। আবার কিছু বাইকের দামও অন্যান্য ব্র্যান্ডের স্পোর্টস বাইক থেকে অনেক কম।
বাংলাদেশের ৫ টি সেরা সুজুকি স্পোর্টস বাইক
বাংলাদেশের বাইকারদের মধ্যে অনেকেই স্পোর্টস বাইক মানেই সুজুকি-ই চেনেন। এর কারণ সুজুকি এমন কিছু স্পোর্টস বাইক বাজারে এনেছে, যেগুলো হয়তো অনেক আগেই এসেছে, কিন্তু ডিম্যান্ড এখনো আগের মতোই। অনেকেই স্পোর্টস বাইক চালানো শুরু-ই করে সুজুকি স্পোর্টস বাইক দিয়ে। মোটামুটি সুজুকির সব বাইকগুলোই খুবই দুর্দান্ত, তবুও আমরা আজ আলোপাত করবো বাংলাদেশের ৫ টি সেরা সুজুকি স্পোর্টস বাইক নিয়ে। আশা করি, BikesGuide-এর আজকের ব্লগ পড়ে জেনে নিতে পারবেন সেরা সুজুকি স্পোর্টস বাইক সম্পর্কে বিস্তারিত আলোচনা।
Suzuki Gixxer SF Old
বাইকটি স্টাইলিশ স্পোর্টস বাইক লাভারসদের টার্গেট করে তৈরি করা হয়েছে, বাংলাদেশের অনেক তরুণই এই বাইকের ফ্যান।
বাইকটিতে ১৫০ সিসি ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করেছে, যা ২ ভালভ বিশিষ্ট এবং SOHC (Single Overhead Cam)। ইঞ্জিনে সর্বোচ্চ ক্ষমতা ১৪.৬ বিএইচপি @ ৮,০০০ আরপিএম এবং সর্বোচ্চ টর্ক ১৪ এনএম @ ৬,০০০ আরপিএম। এটিতে কার্বুরেটর ব্যবহার করা হয়েছে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে সুইং আরম মনো সাসপেনশন। এছাড়াও, সুজুকি জিক্সার এসএফ ওল্ড রিভিউ অনুযায়ী এটির সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক যুক্ত করা হয়েছে।
এই সুজুকি স্পোর্টস বাইক-এর দাম প্রায় ২১৯,৯৫০ টাকা।
সুজুকি জিক্সার ২০১৭ ও সুজুকি জিক্সার এসএফ অল্ড বাইকের পার্থক্য জানতে চাইলে, ভিজিট করুন - সুজুকি জিক্সার ২০১৭ ও সুজুকি জিক্সার এসএফ অল্ড পার্থক্য
Suzuki Gixxer SF 2017
এটি একটি ডিসেন্ট ডিজাইনের মোটরসাইকেল বলা চলে। আপনি যদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন, তবে আপনি সামনের ব্রেক সিস্টেমে চাকার গতির সেন্সর এবং সামনের মাডগার্ডে ছোট্ট ABS স্টিকারটি দেখতে পাবেন।
বাইকটিতে ১৫৫ সিসি ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করেছে, যা ২ ভালভ বিশিষ্ট। ইঞ্জিনটি ৮০০০ আরপিএম-এ ১৪.৬ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৬০০০ আরপিএম-এ ১৪ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। সামনে টেলিস্কোপিক সাসপেনশন যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে সুইং আরম মনো সাসপেনশন। বাইকটিতে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সুজুকি জিক্সার এসএফ ২০১৭ রিভিউ অনুযায়ী এটির সামনে ২৬৬ মিমি ডায়ামিটারের সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পিছনে ডিস্ক ব্রেক যুক্ত করা হয়েছে।
এই সুজুকি স্পোর্টস বাইক-এর দাম প্রায় ২১৯,৯৫০ টাকা।
New Suzuki Gixxer SF Matt Plus
বডি ডিজাইন ও স্টাইলের দিক থেকে সুজুকি জিক্সার এসএফ ম্যাট প্লাস, এই সেগমেন্টের যেকোনো বাইককেই হার মানাতে পারবে। সুজুকি জিক্সার এসএফ ম্যাট প্লাসকে শার্প লুকিং এবং অ্যাগ্রেসিভ করতে এর সামনের হেডলাইটটিকে দুই সাইডে বড় করা হয়েছে।
ইঞ্জিনটি ১৩.৬ পিএস @৮০০০ আরপিএম ম্যাক্স পাওয়ার এবং ১৩.৮ @৬০০০ আরপিএম ম্যাক্স টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটির টপ স্পিড ঘন্টায় প্রায় ১৫০ কিমি এবং মাইলেজ লিটারে প্রায় ৬৪ কিমি, যা এক কথায় অসাধারণ। সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন ও পেছনে রয়েছে সুইং আর্ম মনোশক সাসপেনশন। এই বাইকের ব্রেক পারফরম্যান্স এক কথায় জাস্ট মাইন্ডব্লোইং। ভেজা কিংবা রুক্ষ যেকোনো রাস্তায়ই হাই স্পিডে এই বাইকের ডাবল ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস অসাধারণ পারফর্ম করে।
এই সুজুকি স্পোর্টস বাইক-এর দাম প্রায় ৩৫৯,৯৫০ টাকা।
Suzuki Gixxer SF Fi ABS
সুজুকির নতুন বাইকগুলোর ডিজাইন এক কথায় দুর্দান্ত। ১৫৫ সিসি সেগমেন্টে খুব কম বাইক আছে এত নজরকাড়া ডিজাইনের। বেশি সিসির রেসিং বাইকগুলোর মতো লুক দেওয়া হয়েছে Suzuki Gixxer SF Fi ABS-এ.
বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৪.১ পিএস @ ৮০০০ আরপিএম পাওয়ার এবং ১৪ এনএম @ ৬০০০ আরপিএম টর্ক সমৃদ্ধ ১৫৫ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে Telescopic সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে Mono Suspension। বাইকটির সামনে সিঙ্গেল ডিস্ক ও পিছনে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে। এছাড়াও এবিএস ব্রেকিং-এর ব্যবহার, বাইকটির চাহিদা বাড়িয়েছে অনেক গুন।
এই সুজুকি স্পোর্টস বাইক-এর দাম প্রায় ৩৩৯,৯৫০ টাকা।
Suzuki GSX-R150
বাইকটিতে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করেছে, যা ২ ভালভ বিশিষ্ট এবং DOHC। ইঞ্জিনে সর্বোচ্চ ক্ষমতা ১৮.৯০ বিএইচপি @ ১০,৫০০ আরপিএম এবং সর্বোচ্চ টর্ক ১৪ এনএম @ ৯,০০০ আরপিএম। এটিতে ফুয়েল ইনজেকশন ব্যবহার করা হয়েছে। সামনে টেলিস্কোপিক, কয়েল স্প্রিং, ওয়েল ড্যাম্পড সাসপেনশন যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে লিংক টাইপ,কয়েল স্প্রিং, ওয়েল ড্যাম্পড সাসপেনশন। এছাড়াও, এটির সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পিছনে ডিস্ক ব্রেক যুক্ত করা হয়েছে, সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস।
এই সুজুকি স্পোর্টস বাইক-এর দাম প্রায় ৪৬৫,৯৫০ টাকা।
পরিশেষে
স্পোর্টস বাইকের রাজত্ব এখন রাস্তায় রাস্তায়। একেক স্পোর্টস বাইকের আছে একেক ফিচারস। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের রাস্তায় আলোড়ন তৈরি করেছে এমন ৫টি সেরা সুজুকি স্পোর্টস বাইক নিয়ে আলোচনা করার, বিস্তারিত জেনে নিতে প্রয়োজনীয় রিভিউ লিংকও দেওয়া আছে। আশা করি উপকৃত হবেন।

































