বাংলাদেশের সেরা ৫ TVS স্কুটার সম্পর্কে আলোচনা
এশিয়া মহাদেশ থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় বাইক এবং অটোরিক্সা ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম নাম টিভিএস। আমাদের দেশে টিভিএস ব্র্যান্ড-এর বেশ কিছু মোটরসাইকেল ও স্কুটারের মডেল সচরাচর রাস্তায় দেখা যায়। বাংলাদেশে যেসব টিভিএস স্কুটার ফিচার করা হয়েছে সেই সব মডেলগুলোতে বেশ বাস্তবসম্মত ডিজাইন ও ব্যবহারিক গুনাগুণ রয়েছে। একজন রাইডারের নিত্যদিনের চাহিদা ও চলাফেরার জন্য স্কুটারে যেমন সুবিধা থাকা দরকার এই মডেলগুলোতে সেই সবই দেয়া হয়েছে। দেখতে সুন্দর, আধুনিক ডিজাইন, কিছুটা স্পোর্টি স্টাইল হওয়ায় যেকোনো বয়সের রাইডারের সাথে মানিয়ে যায়।
আজ আমরা বাংলাদেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন ৫টি টিভিএস স্কুটারের নাম ও তাদের বিশেষত্ব সম্পর্কে জানবোঃ
টিভিএস জুপিটার
দারুন রাইড কোয়ালিটি এবং ভালো জ্বালানি দক্ষতা বিশিষ্ট জনপ্রিয় স্কুটার মডেল হচ্ছে টিভিএস জুপিটার। স্কুটারটির ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করে, এবং সর্বোচ্চ শক্তি ৭.৪৭ বিএইচপি ও সর্বোচ্চ টর্ক ৮ এনএম উৎপন্ন করতে পারে। টিভিএস জুপিটার স্কুটারে মসৃণ রাইড দেয়ার জন্য সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পেছনে গ্যাস দিয়ে চার্জ হয় এমন শক অ্যাবসর্বার। এছাড়াও এই স্কুটারের ভালো কিছু ফিচারের মধ্যে রয়েছে একটি এলইডি হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং টিউবলেস টায়ার। এই স্কুটারটির দাম আশা করা হচ্ছে বাংলাদেশে ১,৪২,০০০ টাকার মধ্যে হবে।
টিভিএস রকজ ১২৫
টিভিএস রকজ ১২৫ একটি রেসিং-ধর্মী, চটপটে এবং আকর্ষণীয় স্কুটার। এতে রয়েছে একটি এয়ার-কুলড, ৪ স্ট্রোকবিশিষ্ট এসআই ইঞ্জিন, যার ডিসপ্লেসমেন্ট আমরা পেয়েছি ১২৫ সিসি। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ পাওয়ার পাবেন ১০.৫ বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক ১০ এনএম। ম্যানুয়াল ট্রান্সমিশন ও সেন্ট্রিফিউগাল ওয়েট টাইপ ক্লাচসহ এই স্কুটারে সামনে-পেছনে সাসপেনশন হিসেবে দেয়া হয়েছে টেলিস্কোপিক ও ডুয়াল শক অ্যাবসর্বার। এছাড়াও বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে এলইডি ডিআরএল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, ডিস্ক-ড্রাম ব্রেকিং সিস্টেমের সাথে এবিএস, এবং টিউবলেস টায়ার। স্কূটারটির বর্তমান দাম বাংলাদেশে ১,৫৩,৯০০ টাকা মাত্র।
টিভিএস ওয়েগো
সুদর্শন, আরামদায়ক এবং নতুন প্রযুক্তিসম্পন্ন টিভিএস ওয়েগো স্কুটারটি কিছুদিন আগে নতুনভাবে বাজারে আনা হয়েছে। এতে রয়েছে একটি ১০৯.৭ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, ওএইচসি ইঞ্জিন। ওএইচসি থাকায় এই ইঞ্জিন থেকে উচ্চতর জ্বালানি দক্ষতা এবং আরো বেশি শক্তি পাওয়া যায়, যেখানে সর্বোচ্চ শক্তি ৭.৮ বিএইচপি এবং সর্বোচ্চ টর্ক হিসেব করা হয়েছে ৮ এনএম। অটোম্যাটিক ট্রান্সমিশন ও ক্লাচবিশিষ্ট এই স্কুটারে সাসপেনশন হিসেবে সামনে দেয়া হয়েছে ইন-লাইন টেলিস্কোপিক হাইড্রোলিক টাইপ এবং পেছনে স্প্রিং লোডেড হাইড্রোলিক ড্যাম্পার। অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, এলইডি টেইল-লাইট এবং টিউবলেস টায়ার। বর্তমানে স্কুটারটির দাম বাংলাদেশে ১,৬৪,৯৯৯ টাকা মাত্র।
টিভিএস এক্সএল ১০০
ডেলিভারি ম্যানের স্কুটার হিসেবে জনপ্রিয় টিভিএস এক্সএল ১০০ মূলত উচ্চতর জ্বালানি দক্ষতাবিশিষ্ট একটি ছোট-খাটো মোপেড টাইপের বাইক। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারতেও এই মডেলের স্কুটারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ৯৯.৭ সিসি ডিসপ্লেসমেন্টের এই স্কুটারে একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন দেয়া হয়েছে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪.৩ বিএইচপি শক্তি এবং ৬.৫ এনএম সর্বোচ্চ টর্ক রেকর্ড করা হয়েছে। সেন্ট্রিফিউগাল ওয়েট টাইপ ক্লাচ ও ম্যানুয়াল ট্রান্সমিশনবিশিষ্ট এই স্কুটারের সামনের দিকে টেলিস্কোপিক স্প্রিং টাইপ হাইড্রোলিক সাসপেনশন এবং পেছনে হাইড্রোলিক শকস-এর সাথে সুইং আর্ম দেয়া হয়েছে। বড় জ্বালানি ট্যাংক ও ইলেকট্রিক স্টার্টের পাশাপাশি এই স্কুটারের বিশেষ দিক হচ্ছে সামনে ও পেছনে থাকা ক্যারিয়ারগুলো। টিভিএস এক্সএল ১০০ এর বর্তমান দাম বাংলাদেশে ৫৯,৯০০ টাকা মাত্র।
টিভিএস এনটর্ক ১২৫
পারফরম্যান্স এবং ফিচারের সাথে দারুণ স্পোর্টি আউটলুক, দুর্দান্ত কম্বিনেশনের প্রিমিয়াম স্কুটার টিভিএস এনটর্ক ১২৫। এই স্কুটারের ১২৪.৮ সিসি এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৯.৩৮ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম পর্যন্ত সর্বোচ্চ টর্ক পাওয়া যায়। অটোম্যাটিক ক্লাচ ও ট্রান্সমিশনবিশিষত এই স্কুটারের সাসপেনশনগুলো হাইড্রোলিক ড্যাম্পারবিশিষ্ট- সামনে টেলিস্কোপিক ও পেছনে কয়েল স্প্রিং টাইপ। টিভিএস এনটর্ক স্কুটারের ইনস্ট্রুমেন্ট প্যানেলটি সম্পূর্ণ ডিজিটাল, আর তাতে রয়েছে ব্লুটুথ প্রযুক্তির সুবিধা। এছাড়াও এলইডি টেইল লাইট আর টিউবলেস টায়ার তো থাকছেই। টিভিএস-এর স্পেশাল এই স্কুটারটির বর্তমান দাম বাংলাদেশে ১,৯৭,৯৯৯ টাকা মাত্র।
শেষকথা
রাইডিং, নিয়ন্ত্রণ, আর হ্যান্ডেলিং সুবিধার দিক থেকে বিবেচনা করলে আমাদের কাছে টিভিএস-এর স্কুটারগুলো সবসময়ই বেশ চটপটে, সরল এবং বাস্তবসম্মত মনে হয়েছে। এই স্কুটারগুলোর বডি ডিজাইন বেশ আধুনিক ও রাইডার-বান্ধব। আর তাই এগুলো পরিচালনা করা রাইডারদের জন্য বেশ স্বাচ্ছন্দ্যের।
এছাড়াও এই স্কুটারগুলোর ইঞ্জিন আর পারফরম্যান্স বেশ মানসম্মত, আর এগুলো ধারাবাহিকভাবে বেশ ভালো রেঞ্জের শক্তি আর টর্ক উৎপাদন করতে সক্ষম। বেশ শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও এই স্কুটারগুলো মসৃণ রাইড, ঝামেলামুক্ত পারফরম্যান্স এবং সহজ মেইনটেনেন্স রুটিন নিশ্চিত করে। এছাড়াও প্রায় সবগুলো স্কুটারেই বেশ ভালো জ্বালানি দক্ষতা পাওয়া যায়।
সুন্দর আউটলুক, সাশ্রয়ী দাম, মানসম্মত ডিজাইন, ফিচার এবং পারফরম্যান্স ধরে রাখার কারণে টিভিএস ব্র্যান্ডের স্কুটারগুলো বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজারে বেশ ভালো অবস্থান নিতে পেরেছে। আমাদের আজকের আলোচনায় উঠে আসা ৫টি টিভিএস স্কুটারই বেশ জনপ্রিয় এবং বিপুল মানুষের আস্থা অর্জন করেছে সফলভাবে। আর তাই আপনার পরবর্তী স্কুটার কেনার সময় টিভিএস ব্র্যান্ড আপনার অন্যতম সেরা পছন্দ হয়ে উঠতে পারে।

































