টিভিএস মোটরসাইকেল
টিভিএস মোটরসাইকেল ভারতীয় ব্র্যান্ড যা মোটরসাইকেল জগতে তৈরি করেছে নতুন দিগন্ত। বিশেষ করে কম খরচে স্ট্যান্ডার্ড টাইপের মোটরসাইকেল সেগমেন্টে তারা অত্যন্ত ভালো করছে। এই সেগমেন্টে তাদের কাছে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল মডেলের সত্যতা রয়েছে, যা বাংলাদেশ, ভারত এবং নেপালের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে খুবই জনপ্রিয়। মূলত
টিভিএস মোটরসাইকেল ভারতেও এই সেগমেন্টটিকে টার্গেট করেই এগিয়েছে এবং তারা এই পরিকল্পনায় ভালোভাবেই সফল। ১৫০ সিসি ও পাশাপাশি ১৬০ সিসি-র বাইকগুলোর ডিম্যান্ড বাংলাদেশে অনেক বেশি।
বাংলাদেশের সেরা ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল
টিভিএস মোটরসাইকেল-এর দাম তুলনামূলক কম, অন্যতম সুবিধা হলো জ্বালানি সাশ্রয়ী। এছাড়াও বাইকটিতে আধুনিক সব সুবিধা রয়েছে। টিভিএস বাংলাদেশে জনপ্রিয় কিছু বাইক উপহার দিয়েছে, তার মধ্যে অন্যতম ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল-গুলো, যা তরুণদের কাছে স্বপ্নের মতো। আশা করি,
BikesGuide-এর আজকের ব্লগ পড়ে জেনে নিতে পারবেন বাংলাদেশের সেরা ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল-গুলোর বিস্তারিত বর্ণনা।
টিভিএস অ্যাপাচি ১৫০
এই বাইকটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক। বাইকটির ডিজাইন এবং পারফরম্যান্স দিয়ে দেশের বাইকপ্রেমীদের হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।বাইকটিতে ১৪৯ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৪–স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। এর সর্বোচ্চ শক্তি হল ১৫.২ বিএইচপি @ ৮৫০০ আরপিএম এবং সর্বাধিক টর্ক হলো ১৩.১ এনএম @ ৪০০০ আরপিএম। বাইকটিতে একটি ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার ব্যবহার করা হয়েছে এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার। মোটরসাইকেলের সামনের অংশে ৯০/৯০ x ১৭” টিউবলেস টায়ার সহ ২৭০ মিমি পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ১১০/৮০ x ১৭” টিউবলেস টায়ার সহ ১৩০ মিমি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, ১০৫ মিমি স্ট্রোক ও পেছনের সাসপেনশন মনোটিউব ইনভার্টেড গ্যাস-ফিল্ড শক্স (এমআইজি) স্প্রিং এইড।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ এর বিশেষত্ব হলো এর বডি ডিজাইন, বাইকটির ফ্রন্ট লুক এতোটাই আকর্ষণীয় যে অনেক তরুনদের কাছে সেরা ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল হিসেবে এটি-ই পছন্দের শীর্ষে থাকে।বাইকটিতে একটি ৪-স্ট্রোক, এয়ার কুলড ইঞ্জিন যোগ করা হয়েছে। এর টপ স্পিড প্রায় ১৩৫ কিমি/ঘন্টা ও মাইলেজ প্রায় ৫০ কিমি/লিটার। বাইকের সামনের চাকায় ২৭০মিমি হাইড্রোলিক। অন্যদিকে রিয়ার ব্রেকের ক্ষেত্রে ১৩০ মিমি ড্রাম ব্রেক রয়েছে। চাকায় নিদিষ্ট পরিমান হাওয়া দিয়ে বাইক রাইড করলে ব্রেকিং এ অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায়। ফ্রন্ট সাসপেশনে টেলিস্কোপিক ফর্ক ও রিয়ার সাসপেশন ডাবল ইউনিট সাথে সুইং আর্ম রয়েছে। শক অবজারভার হিসেবে টিভিএস এপাচি আরটিআর ১৫০ এডজাস্টেবল ৫ স্টেপ-এ এসেম্বল রয়েছে। ভাংগা রাস্তায় বাইকটির পেছনের সাসপেনশন দারুন সাপোর্ট দেয়।
নিউ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি সিঙ্গেল ডিস্ক
এটি চমৎকার একটা স্পোর্টস কমিউটার বাইক। সেরা ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল-এর বাহিরে নতুন সেরা ১৬০ সিসি বাইক খুঁজলে আপনি এই বাইকটি-ই পছন্দ করবেন। এটি একটি স্পোর্টস কমিউটার বাইক যার আছে একটি মাসকুলার, এগ্রেসিভ এবং ইউনিক সিটিং পজিশন। বাইকটিতে একটি সিঙ্গেল সিলিন্ডার ৪-স্ট্রোক, এসআই ইঞ্জিন যোগ করা হয়েছে, যা ৮০০০ আরপিএম এ ১৬.৬ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ৬৫০০ আরপিএম এ ১৪.৮ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়াও ইঞ্জিনটিতে র্যাম এয়ার অ্যাসিস্ট সহ একটি অয়েল কুলিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এর টপ স্পিড হবে ১৩০ কিমি/ঘন্টার বেশি। সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন যুক্ত করা হয়েছে এবং পিছনে রয়েছে মনো-শক সাসপেনশন। এটির সামনে ২৭০ মিমি সিঙ্গেল ডিস্ক এবং পিছনে একটি ১৩০ মিমি ড্রাম ব্রেক যুক্ত করা হয়েছে। জানার জন্য আরও পড়ুন -
নিউ টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি সিঙ্গেল ডিস্ক
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ডুয়াল ডিস্ক
টিভিএস সবসময় চেষ্টা করে আকর্ষণীয় ডিজাইন এর মোটর বাইক বাইকারদের উপহার দিতে। ১৬০ সিসি সেগমেন্টের এবং মাত্র ১৪৫ কেজি ওজনের এই বাইকটির ক্ষেত্রেও এর ব্যতিক্রম করা হয়নি। নিয়ন্ত্রণের কথা আসলে এই বাইকের মত কন্ট্রোলিং সিস্টেম খুব কমই পাওয়া যাবে। বাইকটি একটি শক্তিশালী ৪ স্ট্রোক অয়েল কুলড ১৫৯.৭ সিসির বাইক যার সর্বোচ্চ ক্ষমতা ১৬.৫ পিএস @ ৮০০০ আরপিএম পাওয়ার এবং ১৪.8 এনএম @ ৬৫০০ আরপিএম পর্যন্ত টর্ক সমৃদ্ধ ১৫৯.৭ একটি শক্তিশালী ৪ স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন। ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় টপ স্পিড তোলা যাবে । বাইকটির সামনের চাকায় ২৭০ মিলিমিটার-এর ডায়া পেটাল ডিস্ক যুক্ত আছে এবং পেছনের চাকায় যুক্ত আছে ২০০ মিলিমিটার-এর ডায়া পেটাল ডিস্ক । বাইকটিতে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সাসপেনশনে এবং রিয়ার সাসপেনশনে আছে মনোশোক সাসপেনশন।জানার জন্য আরও পড়ুন -
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ডুয়াল ডিস্কএছাড়াও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি ও বাজাজ পালসার ১৫০ এর ফিচারস পার্থক্য জানতে পড়ুন - TVS Apache RTR 160 4V vs Bajaj Pulsar 150: দাম, বৈশিষ্ট, এবং পার্থক্য
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি এবিএস
নজরকাড়া ডিজাইন, অনন্য গ্রাফিক্স, শক্তিশালী EFI Technology ইঞ্জিন দিয়ে ইতিমধ্যেই বাইকটি ভারতে এবং বাংলাদেশে দারুন জনপ্রিয়তা পেয়েছে। টিভিএস তাদের এ বাইকটিতে ১৫৯.৭ সি সি ইঞ্জিন ব্যাবহার করেছে, যেটি অয়েল-কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, ৪-ভাল্বস। এটির অয়েল-কুলড ইঞ্জিন তার সমসাময়িক প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে রাখছে। বাইকটি সর্বোচ্চ ১১৩ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এটির সর্বোচ্চ শক্তি ১৬.৫ পিএস @ ৮০০০ আরপিএম এবং সর্বোচ্চ ঘূর্ণন বল ১৪.৮ এনএম @ ৬৫০০ আরপিএম। প্রতি লিটার জ্বালানিতে এটি গড়ে প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। বাইকটির ব্রেকিং সিস্টেমে উন্নতি হয়েছে, যা এখন রোটো-পেটাল ডিস্ক ব্রেক সহ এবং এতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্টারেক্টিভ স্পিডোমিটার যা দেখতেও দারুন। এছাড়াও ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেaking সিস্টেম। বাইকটিতে আছে Aggressive Throttle Response, যা তরুনরা খুবই পছন্দ করে।
পরিশেষে
আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সেরা ১৫০ সিসি টিভিএস মোটরসাইকেল-গুলোর বেসিক ও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরার। ১৫০ সিসি পেরিয়ে এখন ১৬০ সিসির বাইকের দিকেও তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে, তাই ১৬০ সিসি-র জনপ্রিয় বাইকগুলোকেও হাইলাইট করা হয়েছে। জানার জন্য রিভিউ-এর লিংক দেওয়া হয়েছে, আশা করি এতে আপনারা খুব সহজেই বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। টিভিএস ব্র্যান্ডের এমন বিভিন্ন রেঞ্জের মোটরসাইকেলের দাম জানতে ভিজিট করুন - টিভিএস মোটরসাইকেলের দাম। এছাড়াও মার্কেটে অন্যান্য বাইকের দাম জানতে ব্রাউজ করুন Bikroy এ।