১-২ লক্ষ টাকা বাজেটের মাঝে সেরা Suzuki মোটরবাইক

Suzuki হচ্ছে সেই অল্প কিছু কোম্পানীর মাঝে একটি, যারা কখনোই কোয়ালিটির ক্ষেত্রে কোনো ধরণের কমপ্রোমাইজ করে না। এই কারণেই আমাদের দেশে কম্যুটার বাইক সেগমেন্টে Suzuki মোটরবাইকগুলো বেশ জনপ্রিয়। তবে সমস্যা হচ্ছে নির্দিষ্ট প্রাইস সেগমেন্টে কোম্পানীর সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি বাইকগুলো সম্পর্কে জানা বেশ কষ্টসাধ্য। আপনিও কি Suzuki মোটরবাইক ক্রয় করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্যই আমরা আজ ১-২ লক্ষ টাকা বাজেটের মাঝে Suzuki কোম্পানীর সেরা মোটরবাইকগুলো তুলে ধরবো। এখানে মূলত বাইকের মূল ফিচারগুলো নিয়ে আলোচনা করা হবে। এতে করে আপনার যদি কোনো বাইক ভালো লেগে থাকে তাহলে সেই বাইকের ফুল রিভিউ পড়ে আপনার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তবে চলুন, শুরু করা যাক।
১। Suzuki Hayate
১-২ লক্ষ টাকার সেগমেন্টে প্রথমেই চলে আসে Suzuki Hayate। এই বাইকে থাকছে ১১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ৪-স্ট্রোক এসওএইচসি ইঞ্জিন যা ৮.২০ বিএইচপি ও ৮.৮০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। তেমন পাওয়ারফুল না হলেও কম্যুটার সেগমেন্টের জন্য যথেষ্ট। এই বাইক আপনাকে ৫৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি এনে দিতে পারবে। বাইকের সামনে টেলিস্কোপিক ও পেছনে সুইং-আর্ম সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সেগমেন্টে দেয়া হয়েছে ড্রাম ব্রেইক ও কোনো এবিএস ব্যবহার করা হয়নি। বর্তমানে ১,০০,০০০ টাকায় Suzuki Hayate বাংলাদেশের বিভিন্ন শোরুমে পাওয়া যাচ্ছে।
২। Suzuki GSX 125
তালিকার দ্বিতীয় সেরা বাইকটি হচ্ছে Suzuki GSX 125। বাইকে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ৪-স্ট্রোক এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১০.৪০ বিএইচপি পাওয়ার ও ৯.২০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটি আপনাকে ৫০ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি এনে দিতে পারবে। বাইকের সামনে টেলিস্কোপিক ও পেছনে হাইড্রোলিক স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এছাড়া বাইকের সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। উভয় ক্ষেত্রে ডিস্ক ব্রেক ব্যবহার করা হলে আরো বেশি ভালো হতো। বর্তমানে বাংলাদেশের মার্কেটে Suzuki GSX 125 ১,৪২,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
৩। Suzuki Samurai 150
Suzuki Samurai 150 বাইকে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন যা ৮.১০ বিএইচপি পাওয়ার ও ১১.৫০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকে কিক ও ইলেক্ট্রিক, উভয় স্টার্টিং মেথড রয়েছে। এছাড়া থাকছে ৫-স্পিড গিয়ারবক্স ও ওয়েট-মাল্টিপ্লেট ক্লাচ। Suzuki Samurai 150 বাইকের মাইলেজ হবে ৪৫ কিলোমিটার প্রতি লিটার ও সর্বোচ্চ গতি হবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকের সামনে টেলিস্কোপিক ও পেছনে সুইং-আর্ম সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকের ওজন প্রায় ১৩৩ কেজি ও ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ১২.৫ লিটার। বর্তমানে বাংলাদেশের মার্কেটে Suzuki Samurai 150 বাইক ১,৫০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে।
৪। Suzuki Access 125
এই সেগমেন্টে সুজুকির বেশ কিছু ভালো ভালো স্কুটার রয়েছে। তাই তালিকায় অন্তত একটি স্কুটার না রাখলে তালিকাটি অসম্পূর্ণ রয়ে যাবে। Suzuki Access 125 স্কুটারে ব্যবহার করা হয়েছে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ৪-স্ট্রোক এয়ার-কুলড ইঞ্জিন যা ৮.৬০ বিএইচপি পাওয়ার ও ১০.২০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। কিক ও ইলেক্ট্রিক, উভয়ভাবেই স্কুটারটি স্টার্ট করা যাবে। এটি আপনাকে ৪৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ১০০ কিলোমিটারের টপ স্পিড অফার করতে পারবে। স্কুটারের সামনে থাকছে টেলিস্কোপিক ও পেছনে থাকছে সুইং-আর্ম সাসপেনশন সেটআপ। এছাড়া স্কুটারের সামনে দেয়া হয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও পেছনে দেয়া হয়েছে ড্রাম ব্রেক। স্কুটারের ওজন মাত্র ১০২ কেজি ও ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ৫ লিটার। ফুয়েল ক্যাপাসিটির জন্য বরাবরই স্কুটারটি পিছিয়ে থাকছে বলা যায়।
৫। Suzuki Gixxer Double Disc Edition
আপনার বাজেট যদি ২ লক্ষ টাকা হয়, তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে Suzuki Gixxer Double Disc Edition। এই বাইকে ১৫০ সিসির ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১৪.৬০ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সাথে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স ও ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। এই বাইক আপনাকে প্রায় ৪০ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ১২০ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড দিতে পারবে। বাইকের সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন ও পেছনে থাকছে সুইং-আর্ম মনোশক সাসপেনশন। বাইকের সামনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও পেছনে ডাবল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। Suzuki Gixxer Double Disc বাইকের ওজন প্রায় ১৩৫ কেজি ও ফুয়েল ক্যাপাসিটি ১২ লিটার।
পরিসংহার
তো এই রইলো ১-২ লক্ষ টাকা বাজেটের মাঝে সেরা সুজুকি বাইকের তালিকা। তালিকার সবগুলো বাইকই নিজ নিজ প্রাইস পয়েন্ট বেশ ভালো ভ্যালু ফর মানি অফার করছে। তাই আপনার বাজেট অনুযায়ী আপনি যেকোনোটি সিলেক্ট করতে পারবেন। তবে কোনো বাইক ভালো লেগে থাকলে অবশ্যই তার ইউজার রিভিউ দেখে নিতে ভুলবেন না।

































