২-৪ লক্ষ টাকা বাজেটের মাঝে সেরা Suzuki মোটরবাইক

সুজুকি আমাদের দেশে মূলত কম্যুটার সেগমেন্টের বাজেট বাইকগুলোর জন্য জনপ্রিয়। কিন্তু বাজেট সেগমেন্টের বাইরেও কিন্তু সুজুকির প্রিমিয়াম বাইক রয়েছে কিছু, যা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। বাইকগুলোর প্রাইস ২-৪ লক্ষ টাকার মাঝে এবং সার্ভিস ঠিক বাজেট বাইকগুলোর মতোই আরামদায়ক ও বেশ পাওয়ারফুল। তাই আপনাদের জন্য আজ আমরা ২-৪ লক্ষ টাকা বাজেটের মাঝে সেরা Suzuki মোটরবাইকগুলো তুলে ধরার চেষ্টা করবো।
১। Suzuki Intruder FI ABS
ক্রুজার সেগমেন্টে সুজুকির সবচেয়ে বেস্ট বাইকগুলোর একটি হচ্ছে Suzuki Intruder Fi ABS। এই বাইকে থাকছে ১৫৫ সিসির ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন যা ১৪.৬ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানী ৪৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজের কথা বললেও রাইডারদের মতে এই বাইক ৪০ কিলোমিটার প্রতিলিটারের মাইলেজ দিতে পারে। বাইকের ওজন প্রায় ১৪৯ কেজি ও ফুয়েল ক্যাপাসিটি ১১ লিটার। তাই বাইকের ওজনের কিছুটা বেশি। তবে সিটের উচ্চতা মাত্র ৭৪০ মিমি হওয়ায় যেকোনো উচ্চতার রাইডার বেশ সহজেই এটি রাইড করতে পারবেন।
২। Suzuki Gixxer SF Fi ABS
Suzuki Intruder Fi ABS ও Suzuki Gixxer SF Fi ABS বাইকের প্রাইস পয়েন্ট প্রায় সেইম। তবে আপনার যদি স্পোর্টি লুকিং বাইক বেশি ভালো লেগে থাকে তাহলে Suzuki Gixxer SF Fi ABS কনসিডার করতে পারেন। এই বাইকে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ১৪ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক জেনারেট করতে পারে। এই বাইক থেকেও আপনি ৪০ কিলোমিটার প্রতি লিটারের আশেপাশে মাইলেজ পাবেন। এছাড়া থাকছে ৫-স্পিড গিয়ারবক্স ও ওয়েট-মাল্টিপ্লেট ক্লাচ। বাইকের ওজন প্রায় ১৩৬ কেজি ও ফুয়েল ক্যাপাসিটি ১২ লিটার। তাই দেখা যাচ্ছে শুধু ডিজাইনগত পার্থক্য বাদ দিলে বাকি সবকিছুই Suzuki Intruder Fi ABS এর মতো।
৩। Suzuki Gixxer Double Disc Edition
আপনার বাজেট যদি ২,০০,০০০ টাকার আশেপাশে হয় তাহলে এই মুহুর্তে আপনার জন্য সবচেয়ে ভালো চয়েস হবে Suzuki Gixxer Double Disc Edition। এই বাইকে ১৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ১৪.৬০ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া বাকি সব ফিচার Suzuki Gixxer SF Fi ABS - এর মতোই সেইম। একটি মেজর পার্থক্য হচ্ছে ব্রেকিং সেগমেন্টে। এই বাইকে কোনো ধরণের এবিএস সাপোর্ট নেই। যাদের Suzuki Gixxer SF Fi ABS - এর মতো বাল্কি বাইক পছন্দ নয় তারা এই বাইকটি কনসিডার করতে পারেন নির্দ্বিধায়।
৪। Suzuki Burgman 125 FI Ride Connect
আগেই বলা রাখা উচিত, সেইম স্পেসিফিকেশনের অন্য ব্র্যান্ডের ম্যাক্সি স্কুটার আপনি আরো কম বাজেটে পেতে পারেন। তবে যাদের সুজুকির ব্র্যান্ডেরই স্কুটার লাগবে, তারা অবশ্যই Suzuki Burgman 125 FI Ride Connect ম্যাক্সি স্কুটার কনসিডার করতে পারেন। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ১২৫ সিসির ৪-স্ট্রোক এয়ার-কুলড ইঞ্জিন যা ৮.৬০ বিএইচপি পাওয়ার ও ১০ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সাথে থাকছে কিক ও ইলেক্ট্রিক স্টার্ট এবং অটোমেটিক ক্লাচ। এই স্কুটার আপনাকে ৪৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড দিতে পারবে। সাসপেনশন হিসেবে সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে থাকছে সুইং-আর্ম সাসপেনশন। ব্রেকিং সেগমেন্টে সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। থাকছে না কোনো ধরণের এবিএস সাপোর্ট।
৫। Suzuki GSX-S150
নেকেড স্পোর্টস সেগমেন্টের এই বাইকে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির ডিওএইচসি লিক্যুইড-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ১৮.৯০ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সাথে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স ও ওয়েট-মাল্টিপ্লেট ক্লাচ। এই বাইক আপনাকে ৩৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ ও ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড দিতে পারবে। ব্রেকিং সেগমেন্টে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ও কোনো ধরণের এবিএস দেয়া হয়নি। ১৩১ কেজি ওজনের এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি ১১ লিটার।
পরিসংহার
তো এই রইলো ২-৪ লক্ষ টাকা বাজেটে সেরা সুজুকি বাইকের তালিকা। তালিকার সবগুলো বাইকই বেশ ভালো, তাই আপনার পছন্দ অনুযায়ী আপনি যেকোনো বাইক সিলেক্ট করতে পারেন। তবে ক্রয়-সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অবশ্যই বাইকের বিস্তারিত ইউজার রিভিউগুলো দেখে নেয়ার অনুরোধ রইলো।

































